প্রধানমন্ত্রী থাকাকালে কত বার হেলিকপ্টারে জড়ে ছিলেন ইমরান?

প্রধানমন্ত্রী থাকাকালে কত বার হেলিকপ্টারে জড়ে ছিলেন ইমরান?

রয়েল ভিউ ডেস্ক :
প্রায় সাড়ে তিন বছর পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ইমরান খান। সম্প্রতি অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন পিটিআইয়ের চেয়ারম্যান। এ সময়ের মধ্যে হেলিকপ্টারে চড়া বাবদ তিনি খরচ করেছেন ৯৮০ মিলিয়ন রুপির বেশি (৯৮ কোটি রুপি)।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি এ তথ্য জানায়।

সরকারের পক্ষ থেকে প্রকাশ করা এক পরিসংখ্যানের বরাতে খবরে বলা হয়, ২০১৮ সালের আগস্ট থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত ৯৮০ মিলিয়ন রুপির বেশি খরচ হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর হেলিকপ্টার ভ্রমণের পেছনে। পাকিস্তানে হেলিকপ্টারের ঘণ্টাপ্রতি ভাড়া দুই লাখ ৭৫ হাজার রুপি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইমরান খানের বাসভবনের দূরত্ব ১৫ কিলোমিটার।

দেখে নিন কোন সালে কত খরচ

সাবেক এ প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে চড়া বাবদ খরচ হয়েছে ৯৮৪ মিলিয়ন রুপি। এর মধ্যে হেলিকপ্টারের রক্ষণাবেক্ষণের জন্য খরচ হয়েছে ৫১১.৯ মিলিয়ন রুপি আর ফ্লাইটের পেছনে খরচ হয়েছে ৪৭২ মিলিয়ন রুপি।

২০১৮ সালের আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে ইমরান খান হেলিকপ্টারে চড়েছেন ২৮৯ ঘণ্টা, এতে খরচ হয়েছে ৩৭.৯ মিলিয়ন রুপি। ২০১৯ সালে তিনি ভ্রমণ করেছেন ৭৪২.৪ ঘণ্টা, এতে খরচ হয়েছে ১৩১.৯ মিলিয়ন রুপি।

২০২০ সালে ইমরান খান হেলিকপ্টারে চড়েছেন ৭২৯ ঘণ্টা, এতে খরচ হয়েছে ১৪৩.৬ মিলিয়ন। ২০২১ সালে তিনি ভ্রমণ করেছেন ৮০০.৯ ঘণ্টা, এতে খরচ হয়েছে ১২৩.৮ মিলিয়ন রুপি।

২০২২ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী হেলিকপ্টারে চড়েছেন ১৬৪.৫ ঘণ্টা, এতে খরচ হয়েছে ৩৫.১ মিলিয়ন রুপি।

আর রক্ষণাবেক্ষণ বাবদ হেলিকপ্টারের পেছনে ২০১৯-২০ অর্থবছরে ১৭৩.৫ মিলিয়ন, ২০২০-২১ অর্থবছরে ২০৪.২ মিলিয়ন ও ২০২১-২২ অর্থবছরে খরচ হয়েছে ১৩৪.৩ মিলিয়ন রুপি।