প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটবাসীর দুঃসময়ে পাশে রয়েছেন: হাবিবুর রহমান হাবিব

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটবাসীর দুঃসময়ে পাশে রয়েছেন: হাবিবুর রহমান হাবিব

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, দুর্যোগ নিয়ে যারা নোংরা রাজনীতি করতে চায় তারা অসুস্থ চিন্তার মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটবাসীর দুঃসময়ে পাশে দাঁড়াতে সিলেট আসছেন। সরকার ইতিমধ্যে দুর্গতদের জন্য পর্যাপ্ত ত্রানের ব্যবস্থা করেছে।  সেনাবাহিনীর মাধ্যমে বালির বাঁধ ও পানি সেচে কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র সচল করা হয়েছে। বরইকান্দি ও উপশহর বিদ্যুৎ কেন্দ্র সচলের জন্য দিনরাত পরিশ্রম করছেন সেনাবাহিনীর সদস্যরা।

তিনি সোমবার (২০ জুন) বিকেলে বরইকান্দি বিদ্যুৎ কেন্দ্র এলাকা পরির্দশন ও দুর্গতদেও মধ্যে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন। সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সোমবার সকাল থেকে দক্ষিন সুরমা উপজেলার বিভিন্ন দুর্গত এলাকা পরিদশৃন করেন। পরে তিনি উপজেলার কামাল বাজার, তেতলি ও লালাবাজার ইউনিয়নের ১৮ টি বন্যা আশ্রয়কেন্দ্রে দুর্গতদের মধ্যে ত্রান সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করেন। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি