কাউন্সিলর তৌফিক বকস লিপনের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আ'লীগ নেতারা মানুষের কল্যানে কাজ করছেন : অধ্যাপক জাকির হোসেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আ'লীগ নেতারা মানুষের কল্যানে কাজ করছেন : অধ্যাপক জাকির হোসেন

রয়েল ভিউ ডেস্ক :
সিলেটে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ নেতারা মানুষের কল্যানে কাজ করছেন। তারই দ্বারাবাহিকতায় মহানগর আওয়ামী লীগের সদস্য, সিসিকে'র প্যানেল মেয়র,  কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপনের মানব সেবামূলক মহতি এই উদ্যোগ প্রশংসনীয়, তিনি তাঁর মত সকল নেতাকর্মীদের মানুষের কল্যানে কাজ করার আহবান জানান। 

অধ্যাপক জাকির হোসেন গত ২৭ এপ্রিল বুধবার রাতে নগরীর দক্ষিণ সুরমা কদমতলী পয়েন্টে 
সিলেটে সিটি করপোরেশনের প্যানেল মেয়র, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপনের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপনের সভাপতিত্বে ও সিলেট জেলা তাতীলীগের সভাপতি আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দুলাল আহমদ, জেলা তাতীলীগের সহ সভাপতি মুহিবুর রহমান, ২৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি  আব্দুস ছালাম সাহেদ, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুনেল আহমদ, স্বর্নশিখা সমাজ কল্যান সমিতির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক সুমন হোসেন, মহানগর ছাত্রলীগ নেতা খাজেদ আহমদ, আলী নেওয়াজ সামি, আতিকুর রহমান মাহিন, ওয়ার্ড সচিব সুলতান আহমদ প্রমুখ। 

অনুষ্ঠানে ৪ হাজার পরিবারের মধ্যে ঈদ উপহার শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সভাপতির বক্তব্যে কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য সবাইকে দোয়া করার আহবান জানিয়ে বলেন, মহামারী করোনা ভাইরাসের সময় প্রধানমন্ত্রী দেশের জনগনকে শতভাগ ভ্যাকসিন নিশ্চিত করার কারনে আজ আমারা করোনামুক্ত দেশ পেয়েছি।

তার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। তিনি বলেন, ওয়ার্ডবাসীর সেবায় আমি অতীতেও ছিলাম আগামীতেও থাকব ইনশাআল্লাহ।