জালালপুরে পল্লী বিদ্যুত বিভাগের উঠান বৈঠক

প্রধানমন্ত্রী শতভাগ বিদ্যুত  সুবিধা নিশ্চিত করেছেন -----এমপি হাবিবুর রহমান

প্রধানমন্ত্রী শতভাগ বিদ্যুত  সুবিধা নিশ্চিত করেছেন -----এমপি হাবিবুর রহমান

সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুতের চরম অব্যবস্থাপনা দূর করে এদেশের মানুষের জন্য শতভাগ বিদ্যুত সুবিধা নিশ্চিত করেছেন। দুর্নীতি করে বিএনপি জামাত সরকার বিদ্যুত খাতকে ধ্বংস করে দিয়েছিল। খাম্বা দুর্নীতির কথা এদেশের সাধারণ মানুষ জানেন। দুর্নীতি দূর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিদ্যুত খাতকে এখন লাভজনক পর্যায়ে নিয়ে এসেছেন। আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুত পাচ্ছি। বিনামূল্যে খুঁটিসহ সংযোগ পাচ্ছেন গ্রাহকরা। এটি একমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে।
 
তিনি গতকাল বুধবার বিকেলে দক্ষিণ সুরমার জালালপুর বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে সিলেট পল্লী বিদ্যুত সমিতি-১ এর উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব আরো বলেন, জালালপুরেও একটি সাব অফিস দরকার। এটি যেন এলাকার মানুষের সুবিধার্থে দ্রুত বাস্তবায়ন হয়। তিনি বলেন, মসজিদে নামাজের সময় এবং মন্দিরে প্রার্থনার সময় যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ করা হয়। সরকার দেশের মসজিদগুলোকে রেজিষ্ট্রেশনের মাধ্যমে নিবন্ধিত করে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে চায়। তখন মসজিদের বিদ্যুত বিল হয়তো সরকার মওকুফ করবেন। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ মন্তব্য করে বিদ্যুত ব্যবহারে গ্রাহকদের সাশ্রয়ী হওয়ার উপর জোর দেন তিনি। জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েস আহমদের সভাপতিত্বে এবং সিলেট পল্লী বিদ্যুত সমিতি ১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী দিলীপ চন্দ্র চৌধুরীর সঞ্চালনায় উঠান বৈঠকে ভার্চুয়ালী বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দিন, বিদ্যুত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ গোলাম ফারুক, নির্বাহী পরিচালক খালেদা পারভীন, বোর্ডের সদস্য মুহাম্মদ মতিউর রহমান, বোর্ডের পরিচালক ফকির শরীফ উদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ. পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর সিলেট জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব পান্ডা, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ ও সিলেট পল্লী বিদ্যুত সমিতি ১ এর সভাপতি হানিফ আহমদ।
 
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুর রহমান শাহিন, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আব্দুল মালিক মল্লিক, জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন, জালালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীমান ব্রত পাল, আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখলাকুল আম্বিয়া বাতিন, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন, এম এ শহীদ পংকি, বিশিষ্ট মুরব্বী বদরুল ইসলাম জয়দু, সাংবাদিক খালেদ আহমদ, জালালপুর বাজার বণিক কল্যাণ সমিতির সহসভাপতি এনামুল কবির, বিশিষ্ট যুবনেতা ছানাউল হক ছানা, সাবেক মেম্বার শাহেল চৌধুরী কামাল, সিলেট জেলা তাতীলীগের সাংগঠনিক সম্পাদক আলী আহমদ প্রমুখ। অনুষ্ঠানে সিলেট পল্লী বিদ্যুত সমিতি ১ এর এজিএমবৃন্দ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে উপস্থিত গ্রাহকরা তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন এবং তাৎক্ষণিক এগুলো সমাধানের জন্য আশ্বাস প্রদান করেন  সিলেট পল্লী বিদ্যুত সমিতি ১ এর  জেনারেল ম্যানেজার প্রকৌশলী দিলীপ চন্দ্র চৌধুরী। বিজ্ঞপ্তি