প্রধানমন্ত্রীকে কটূক্তি: নন্দীগ্রামে বিএনপির সভাপতি লাঞ্চিত

প্রধানমন্ত্রীকে কটূক্তি: নন্দীগ্রামে বিএনপির সভাপতি লাঞ্চিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি’ করায় বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি আলাউদ্দিন সরকারকে লাঞ্চিত করেছে স্থানীয় আ’লীগের নেতাকর্মীরা। গত মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুন্দারহাট বাসষ্ট্যান্ড এলাকায় এঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮টার দিকে উপজেলা বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি আলাউদ্দিন সরকার ও সাধারন সম্পাদক বেলায়েত হোসেন আদরসহ বেশ কয়েকজন মোটর সাইকেল নিয়ে কুন্দারহাট বাসষ্ট্যান্ড এলাকায় আসে। এসময় বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি আলাউদ্দিন সরকার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ‘কটূক্তি’ সহ সরকার বিরোধি কথা বলেন। এখবর পেয়ে ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলীসহ তার লোকজন সেখানে গিয়ে প্রতিবাদ জানান। একপর্যায়ে উপজেলা বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি আলাউদ্দিন সরকার শারিরিক লাঞ্চিত হন। সংবাদ পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এদিকে তাৎক্ষনিক ভাবে এখবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতাকর্মীরা কুন্দারহাট বাজারে বিক্ষোভ মিছিল করে। সে সঙ্গে বিএনপির সভাপতিকে গ্রেপ্তারের দাবি জানান।

ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী জানান, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার ‘প্রধানমন্ত্রীকে কটূক্তি’ করেছে। আমরা তার প্রতিবাদ করেছি। সে এরআগেও ‘কটূক্তি’ করেছিল।

উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বেলায়েত হোসেন আদর বলেন, ‘প্রধানমন্ত্রীকে কটূক্তি’ করা হয়নি। এইটা একটি পরিকল্পিত ঘটনা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, এই ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।