প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলেই শিক্ষকদের ভাতার জন্য আন্দোলন করতে হবে না : অধ্যক্ষ সুজাত আলী রফিক

প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলেই শিক্ষকদের ভাতার জন্য আন্দোলন করতে হবে না : অধ্যক্ষ সুজাত আলী রফিক

বিশিষ্ট শিক্ষক, সংগঠক ও রাজনীতিক অধ্যক্ষ সুজাত আলী রফিক বলেছেন, শিক্ষাবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হলেই শিক্ষকদের ২৫% ভাতার জন্য আন্দোলন করতে হবে না। তাই, ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার প্রস্তুতি শিক্ষক সমাজের নিতে হবে। তবে মুক্তিযুদ্ধের আদর্শের প্রশ্নে দ্বিমত থাকলে সে ঐক্যের প্রয়োজন নেই। 

গত বৃহস্পতিবার বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগর আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি ও রাজা জিসি হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল মুমিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফয়সল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সিলেট অঞ্চল সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কবির খান, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ মো. আব্দুল বারী, বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা সভাপতি মামুন আহমদ, সাধারণ সম্পাদক মো. শমশের আলী, মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পরিষদ সভাপতি মো. রফিকুল আলম, সংগঠনের সিলেট মহানগর সিনিয়র সহ সভাপতি খছরুজ্জামান তাপাদার, সাধারণ সম্পাদক আবদুর রহমান খোরাসানী, বাশিস মহানগর অতিরিক্ত সম্পাদক মোস্তফা কামাল খান প্রমুখ। বিজ্ঞপ্তি