প্রধানমন্ত্রীর নির্দেশে আ’লীগের প্রত্যেক  নেতা-কর্মী বন্যার্তদের পাশে আছেন : ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল

প্রধানমন্ত্রীর নির্দেশে আ’লীগের প্রত্যেক  নেতা-কর্মী বন্যার্তদের পাশে আছেন : ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা.ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, বন্যার জন্য অথবা আর্থিক কারণে যারা শহরে গিয়ে ভালো চিকিৎসক দেখাতে পারছেন না, তাদের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে ঔষুধসহ চিকিৎসা সেবা প্রদান একজন চিকিৎসক হিসেবে আমার সামাজিক দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকেই আমি বারবার আপনাদের কাছে ছুটে আসি।

গত বৃহস্পতিবার সকাল ১১টায় দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা.ইহতেশামুল হক চৌধুরী দুলালের উদ্যোগে বিনামূল্যে ঔষুধসহ চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

ডা.দুলাল আরো বলেন, দেশের যেকোন ক্রান্তিকালে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের প্রতিটি ইউনিটের নেতা-কর্মীরা বন্যা পরিস্থিতিতে মানুষের পাশে আছেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ। 

বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা.মো.শাহাবুদ্দিন আহমদ, শিশুরোগ বিশেষজ্ঞ ডা.প্রিয়া বিশ্বাস,পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা.বিলকিছ সুলতানা, সিলেট শহীদ সামসুদ্দিন আহমদ হাসপাতালের স্ত্রী ও প্রসূতিরোগ বিশেষজ্ঞ ডা.সায়েকা রেহনুমা সহ সিলেটের বিভিন্ন হাসপাতালের আরোও বিশেষজ্ঞ চিকিৎসকগণ।

বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমে জালালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীমান ব্রত পাল, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তপন চন্দ্র পাল, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ডা.রকিবুল হাসান জুয়েল সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি