পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন নওয়াজের ভাই শেহবাজ

পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন নওয়াজের ভাই শেহবাজ

রয়েল ভিউ ডেস্ক:
আর মাত্র এক ঘণ্টা। এরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। পার্লামেন্টে বিরোধীদের অনাস্থা ভোটে হেরে গেলেই ক্ষমতা থেকে বিদায় নেবেন তিনি। ধারণা করা হচ্ছে, নতুন প্রধানমন্ত্রী হিসেবে বিরোধীরা পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর নেতা শেহবাজ শরিফ খানকে নিয়োগ দেবে।

শেহবাজ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই। তিনি তিনবার পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯০ সালে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন। ১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের পর তাকে কয়েক বছর সৌদি আরবে নির্বাসনে কাটাতে হয়েছিল। তিনি ২০০৭ সালে পাকিস্তানে ফিরে আসেন। ২০১৭ সালে সুপ্রিম কোর্ট নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণার পর দলের সভাপতি নির্বাচিত হন শেহবাজ।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, শেহবাজ শরিফ শিগগিরই পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন।

অনাস্থা ভোটের আগে শুক্রবার প্রধানমন্ত্রী ইমরান খান এক সাক্ষাৎকারে বলেছেন, শেহবাজ শরিফ প্রধানমন্ত্রী হলে ‘আমেরিকার দাসত্ব করবে।’