পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত জাফলংয়ে প্রবেশ ফি নেওয়া হবে না

পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত জাফলংয়ে প্রবেশ ফি নেওয়া হবে না

রয়েল ভিউ ডেস্ক:
সিলেট জেলা পর্যটন উন্নয়ন কমিটি পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত জাফলংয়ে পর্যটকদের নিকট থেকে ১০ টাকা করে প্রবেশ ফি নেওয়া হবেনা।

মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত জেলা পর্যটন উন্নয়ন কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়াও সভায় জাফলং সহ সিলেটের প্রতিটি পর্যটন এলাকায় পর্যটকদের জন্যে পর্যাপ্ত সুযোগ-সুবিধা এবং সেবা ও নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, সিলেট-৪ আসনের সংসদ সদস্য, জেলা পর্যটন উন্নয়ন কমিটির উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের উপস্থিতিতে আয়োজিত সভায় জাফলংয়ে পর্যটকদের প্রবেশ ফির ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা পর্যটন উন্নয়ন কমিটির সভাপতি জেলা প্রশাসক মো মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইয়াসমিন নাহার রুমা, সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, বিশ্বনাথ উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম নুনু মিয়া, কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি ফালাউদ্দিন আলী আহমদ, সাবেক সভাপতি এ টি এম শোয়েব, সিলেট ট্যুরিজম ক্লাবের সভাপতি হুমায়ুন কবির লিটন এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা। এছাড়া পর্যটন সংশ্লিষ্ট অন্যরাও উপস্থিত ছিলেন।