পরিবেশ অধিদপ্তরের পলিথিন বিরোধী অভিযানে ৩৮  হাজার টাকা জরিমানা 

পরিবেশ অধিদপ্তরের পলিথিন বিরোধী অভিযানে ৩৮  হাজার টাকা জরিমানা 

স্টাফ রিপোর্টার : পরিবেশ অধিদপ্তরের নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল রোববার দক্ষিণ সুরমার লালাবাজারে বিভিন্ন দোকান ও গোডাউনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। 

পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, ৪টি দোকান ও গোডাউনে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রায় ২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় বলেও জানান তিনি। অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন আনসার ব্যাটালিয়ন সদস্যরা। নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।