পরিবেশ ও পারিপাশ্বিকতাকে তুলে   ধরার শক্তিশালী মাধ্যম ছড়া ---প্রফেসর নন্দলাল শর্মা

পরিবেশ ও পারিপাশ্বিকতাকে তুলে   ধরার শক্তিশালী মাধ্যম ছড়া ---প্রফেসর নন্দলাল শর্মা

বিশিষ্ট লেখক ও গবেষক প্রফেসর নন্দলাল শর্মা বলেছেন, আমাদের পরিবেশ ও পারিপাশির্^কতাকে ছন্দ-উপমার মাধ্যমে পাঠকের সামনে হাজির করার শক্তিশালী মাধ্যম হচ্ছে ছড়া। একসময় ছড়াকে শুধু শিশু সাহিত্য বিবেচনা করা হলেও সময়ের আবর্তে ছড়া এখন কল্পনার মোহনীয় যুগ পার করে প্রবেশ করেছে রূঢ় বাস্তবতার জগতে। সামাজিক সঙ্গতি-অসঙ্গতি, ক্ষোভ, হতাশা, দ্রোহ, ভালোবাসা ও বিদ্রুপকে বক্তব্য প্রদান করে তুলে ধরছেন বর্তমান ছড়াকাররা। সৈয়দ জয়নুল হকের ছড়াগ্রন্থ ‘হালচাল’ এমনই একটি গ্রন্থ। যেখানে আশাবাদ ও ভালোবাসার আকুতি নিয়ে লেখক হাজির হয়েছেন। 
রোববার সন্ধ্যায় সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে নগর প্রকাশনী আয়োজিত সৈয়দ জয়নুল হকের প্রথম ছড়াগ্রন্থ ‘হালচাল’ এর পাঠ উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক মোয়াজ্জেম হোসেন রওনক, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গবেষক সৈয়দ মবনু, গল্পকার সেলিম আউয়াল, কেমুসাসের সহ-সাধারণ সম্পাদক ছড়াকার আব্দুস সাদেক লিপন, সাংবাদিক সৈয়দ ওবায়দুল হক, কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, লেখক ও প্রাবন্ধিক ফায়যুর রাহমান, কেমুসাসের পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের, কবি হুসাইন ফাহিম ও প্রাবন্ধিক নাওয়াজ মারজান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নগর প্রকাশনীর পরিচালক সাইয়্যিদ মুজাদ্দিদ। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মাসুম বিল্লাহ। অনুষ্ঠান শেষে সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান লেখক সৈয়দ জয়নুল হক।