পরিবেশের উন্নয়নে  বৃক্ষরোপণের বিকল্প নেই

পরিবেশের উন্নয়নে  বৃক্ষরোপণের বিকল্প নেই

‘পরিবেশের বিপর্যয় রোধ বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। পরিবেশের বিপর্যয়ের কারণে অকাল বন্যা, অতিবৃষ্টি-অনাবৃষ্টিসহ নানা দুর্যোগ দেখা দিচ্ছে। পরিবেশের উন্নয়নে বৃক্ষরোপণের বিকল্প নেই। অর্থনৈতিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।’ উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশন’র উদ্যোগে প্রতিষ্ঠানের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি পরবর্তী আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ফাউন্ডেশনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত সোমবার ৫৫টি জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সিলেট নগরীর মিরের ময়দানস্থ বøু বার্ড স্কুল এ্যান্ড কলেজের মাঠে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক ব্রজেন্দ্র চন্দ্র দাস। এছাড়া এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শক্তি ফাউন্ডেশনের ডিরেক্টর শংকর কুমার সরকার, রিজিওনাল হেড মোঃ নূরুন্নবী, এরিয়া সুপারভাইজারসহ ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তাগণ। উল্লেখ্য, ১৯৯২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত শক্তি ফাউন্ডেশন সমগ্র বাংলাদেশে ৫০৪টি শাখা এবং ৮৭টি শক্তি মেডিকেল সেন্টারের মাধ্যমে স্বাস্থ্যসেবা ও সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, আর্থ সামাজিক উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও প্রশিক্ষণের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করছে।-বিজ্ঞপ্তি