বিশ্বনাথে প্রবাসীদের পক্ষ হতে অর্থ বিতরণ

প্রবাসীরা সকল দূর্যোগ দুঃসময়ে বাঙালীদের পাশে দাঁড়ান : শফিকুর রহমান চৌধুরী

প্রবাসীরা সকল দূর্যোগ দুঃসময়ে বাঙালীদের পাশে দাঁড়ান : শফিকুর রহমান চৌধুরী

বিশ্বনাথ সংবাদদাতা :
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, বঙ্গবন্ধু প্রবাসীদের দুর্দিনের বন্ধু হিসেবে অবহিত করতেন। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শুরু করে প্রবাসীরা সকল দূর্যোগ-দুঃসময়ে বাঙালীদের পাশে দাঁড়ান। বন্যা শুরুর সাথে সাথেই প্রধানমন্ত্রী ছুটে এসেছেন বন্যা পরিস্থিতি নিজ চোখে দেখার জন্য ও বন্যার্তদের খোঁজ-খবর নিতে। প্রধানমন্ত্রীর মতোই মাসখানেকের ব্যবধানে হওয়া পর পর দুবারের বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িছেন প্রবাসীরাও। 

তিনি বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে বিশ্বনাথ উপজেলার পালেরচক গ্রামের মরহুম হাজী ইর্শাদ আলীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব ছবুর আলী ও শিরিন আলী চৌধুরীর পরিবারের পক্ষ হতে সুহেল আহমদ আলী ও সামির আলীর অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২০টি অসহায় পরিবারকে গৃহসংস্কারের জন্য ১০হাজার টাকা করে প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালালেল সভাপতিত্বে ও ধারাভাষ্যকার এ কে এম তুহেমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সহ সভাপতি সমছু মিয়া, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর চেয়ারম্যান। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান ও সংগঠক শাহেদুজ্জামান শিমুল। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা জয়নাল আবেদীন ও মোনাজাত পরিচালনা করেন পালেরচক নতুন জামে মসজিদের ইমাম মাওলানা হারুনুর রশীদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল হক, কার্যনির্বাহী সদস্য নাজমুল ইসলাম চৌধুরী অপু, আওয়ামী লীগ নেতা তজম্মুল আলী, যুবলীগ নেতা নাছির উদ্দিন, সংগঠক কাওছার আহমদ, সফিক মিয়া প্রমুখ।
উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব ছবুর আলী ও শিরিন আলী চৌধুরীর পরিবারের পক্ষ হতে এবারের বন্যা পরবর্তী ৪র্থ ধাপে এই ২০টি পরিবারকে আর্থিক সহযোগীতা করা হয়েছে।