প্রশিক্ষণ পরিবেশ রক্ষা ও বনায়ন  সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে  .........উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ

প্রশিক্ষণ পরিবেশ রক্ষা ও বনায়ন  সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে  .........উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ গ্র্যাজুয়েট তৈরী সম্ভব। যারা পরিবেশ রক্ষা ও বনায়ন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

গত সোমবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে নার্সারী ইস্টাবলিসমেন্ট এন্ড ম্যানেজমেন্ট শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং ইউএস ফরেস্ট জিআই কম্পাস যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের কৃষি ও খনিজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.স্বপন কুমার সরকার, বিভাগীয় বন কর্মকর্তা  মোঃ তৌফিকুল ইসলাম এবং ইউএস ফরেস্ট সার্ভিস এর প্রজেক্ট লিড ড. আবু মোস্তফা কামাল উদ্দিন। 

অনুষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. রোমেল আহমেদ। প্রফেসর ড. ফারজানা রায়হানের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন-প্রোগ্রাম কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান চৌধুরী। এ সময় তিনি  সম্মানিত অতিথিবৃন্দ ও আগত শিক্ষক-শিক্ষার্থীদের  প্রোগ্রামের  উদ্দেশ্য ও শিখনফল সম্পর্কে অবহিত করেন । 
বিশেষ অতিথি ড. আবু মোস্তফা কামাল উদ্দিন বলেন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করা অনেক জরুরী এবং এজন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো অত্যন্ত প্রয়োজন।
বিভাগীয় বন কর্মকর্তা  মোঃ তৌফিকুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনকে মানিয়ে নেয়ার জন্য বনায়ন জরুরী এবং একটি সফল বনায়ন এর জন্য  ভালো চারা এবং ভালো চারা তৈরীর জন্য নার্সারি প্রয়োজন। 
প্রফেসর ড.স্বপন কুমার সরকার বলেন, জনসংখ্যা বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরতা বেড়ে যাওয়ায় বনভূমির ওপর চাপ বাড়ছে, বনভূমির পরিমাণ বাড়াতে নার্সারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ট্রেনিং প্রোগ্রামে শিক্ষক ও স্টাফদের সাথে সীমিত সংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করছে।