প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে বাস্তব  জীবনে প্রয়োগ করতে হবে ---বীগতকাল র মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম 

প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে বাস্তব  জীবনে প্রয়োগ করতে হবে ---বীগতকাল র মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম 

ফেঞ্চুগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা : ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেছেন, শুধু প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে থাকলে চলবেনা, প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। নিজেকে স্বাবলম্বী হতে কাজে লাগাতে হবে। 

শুক্রবার ফেঞ্চুগঞ্জ যুব সংঘের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এসএসসি ১৯৮৮ ব্যাচ সিলেট বিভাগের উদ্যোগে সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক রিয়াজ উদ্দীন ইসকা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান, ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজু আহমেদ রাজা, এটিএন বাংলার সিলেট বিভাগীয় প্রধান শাহ মুজিবুর রহমান জকন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মামুনুর রশীদ, ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, এসএসসি ৮৮ ব্যাচের শিক্ষার্থী সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: খুশিদা তাহসীন শীমু, গোবিন্দগঞ্জ কলেজের সহকারী অধ্যাপক জান্নাত আরা খান পান্না, নারী  উদ্যোক্তা ৮৮ ব্যাচের সমন্বয়কারী  সাবিয়া সুলতানা হেপী। 
৮৮ ব্যাচের ফেঞ্চুগঞ্জের সমন্বয়কারী ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পুর সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত করেন ৮৮ ব্যাচের শিক্ষার্থী ইনসান আলী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষক লিজা আক্তার, প্রশিক্ষণার্থী রওশন আরা। ১১ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন ও সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।