পরিসংখ‍্যানের পাতায় বাংলাদেশ-ভারত

পরিসংখ‍্যানের পাতায় বাংলাদেশ-ভারত

স্পোর্টস ডেস্ক

ক্রিকেটে বাংলাদেশ আর ভারতের লড়াই এখন ভীষণ উপভোগ্য। বিশেষ করে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সেই বিতর্কিত 'নো বল' ইস্যুকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মাঝে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। সেই উত্তাপ আর কমেনি। আজ অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আবারও ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

পরিসংখ্যান ও ফর্ম বিবেচনায় ভারতের থেকে বেশ পিছিয়ে বাংলাদেশ। কিন্তু সাকিবরা এখন নিজেদের সেরা সময় কাটাচ্ছে। প্রথমবারের মত টি২০ বিশ্বকাপের আসরের মূল পর্বে এসেছে জয়, তাও আবার একটি নয়, দুটি। নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে হারিয়ে বাংলাদেশের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।

অন্যদিকে দারুণ ফর্মে থাকা ভারত প্রথম হার দেখেছে দক্ষিণ আফ্রিকার কাছে। দুই দলেরই সেমিফাইনাল ভাগ্য নির্ধারণ করছে এই ম্যাচের ওপর। হেরে গেলে সর্বনাশ, জিতলে টিকে থাকবে আশা। তাই জয়ের জন্য কোমর বেঁধে নামবে বাংলাদেশ ও ভারত।

ক্রিকেটের ক্ষুদ্র ফরম্যাটে বাংলাদেশ-ভারতের দেখা হয়েছে এখন পর্যন্ত ১১ বার। যেখানে ভারত ১০ ম্যাচের বিপরীতে বাংলাদেশ জিতেছে মাত্র একটি ম্যাচ। ২০১৯ সালের নভেম্বরে দিল্লিতে আকাশী নীলদের হারিয়েছে টাইগাররা। ৭ উইকেটের ওই হার বাদে প্রত্যেকবার জিতেছে ভারত, স্বাভাবিকভাবে ফেভারিট তারা।

আজ জয়ের সংখ্যাটা বাড়বে কি না, তা সময়ই বলে দেবে। কারণ এই বিশ্বকাপে ভারতের দলটি দুর্ধর্ষ, আর বাংলাদেশ নড়বড়ে।