পল্লী বিদ্যুতের খেয়ালীপনা চুনারুঘাট বিদ্যুত বিহীন অতিষ্ঠ জনসাধারণ 

পল্লী বিদ্যুতের খেয়ালীপনা চুনারুঘাট বিদ্যুত বিহীন অতিষ্ঠ জনসাধারণ 

চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাটে পল্লী বিদ্যুতের খামখেয়ালীপনায় বিদ্যুত বিহীন পুরো উপজেলা। গত শুক্রবার মধ্যরাতে কাল বৈশাখী ঝড় হলে বিদ্যুত বিহীন হয়ে পড়ে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকা। পৌরশহরে বিদ্যুত থাকলেও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নেই বিদ্যুত। 

ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলার ১০টি ইউনিয়নে ২দিন ধরে বিদ্যুত নেই বললেই চলে। পৌরসভা বাজারে বিদ্যুত থাকলেও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নেই। বিদ্যুত লাইনে ঝড়ে পড়া গাছ কাটার অযুহাত দেখিয়ে বিদ্যুত বিহীন রাখা হয় উপজেলাবাসীকে। 

এদিকে, সোমবার পুনরায় ঝড় বৃষ্টি হলে সন্ধ্যা সাড়ে ৬টায় এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত বিদ্যুত বিহীন ছিল এই উপজেলা। 
এ বিষয়ে চুনারুঘাট পল্লী বিদ্যুত জোনাল অফিসের ডিজিএম জুনায়দুর রহমান জানান, ঝড় বৃষ্টিতে বিদ্যুত লাইনের উপর পড়া গাছগুলো কাটা হচ্ছে। তাই বিদ্যুত সংযোগ বন্ধ রয়েছে। আশা করি শিগগির এই সমস্যার সমাধান হবে।