পল্লীর কবি আলতাব আলী ছিলেন নিভৃতচারী লেখক

পল্লীর কবি আলতাব আলী ছিলেন নিভৃতচারী লেখক

“মানুষ নিজের চিন্তা-স্বপ্ন মানুষের কাছে তুলে ধরার আকাক্সক্ষা থেকেই লেখালেখি করেন। লেখালেখির কোন প্রয়াসই ব্যর্থ হয় না, সাফল্যের পরিসরটাই বৃহৎ অথবা ক্ষুদ্র হতে পারে। সিলেট অঞ্চলে লেখালেখির জগতে এক নিভৃতচারী লেখক ছিলেন পল্লীর কবি আলতাব আলী।” সিলেটের চুয়াল্লিশ বছরের প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর পারের চিলাউরা গ্রামের কবি আলতাব আলীকে নিবেদিত সাইক্লোনের ২৪৭ তম সাহিত্য আসরে বক্তারা একথা বলেন। 

বিশিষ্ট ছড়াকার এডভোকেট আব্দুস সাদেক লিপনের সভাপতিত্বে সোমবার সন্ধ্যায় জিন্দাবাজারস্থ সিলেট এক্সপ্রেস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছড়াকার ও সংগঠক অধ্যাপক মুজিবুর রহমান শাহীন। সাইক্লোনের সাবেক সভাপতি ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সাবেক সভাপতি সাংবাদিক ও গল্পকার সেলিম আউয়াল। আলোচনায় অংশ নেন স্বাধীনতাত্তোর অবিভক্ত সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা লেখক বেলাল আহমদ চৌধুরী, সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, সাহিত্য সমালোচক অধ্যাপক বাছিত ইবনে হাবীব, কবি ইছমত হানিফা চৌধুরী, শিক্ষাবিদ ছয়ফুল আলম পারুল, কবি আবু আসাদ চৌধুরী, ছড়াকার মাজহারুল ইসলাম মেনন প্রমুখ। অনুষ্ঠানে চিলাউরা গ্রামের তরুণ সমাজের পক্ষে মো. জসীম উদ্দীন, মোহাম্মদ সুমন মিয়া, মো. আমিনূর হোসেন, মিজানুর রহমান, আবদুল মালিক বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি