পুলিশ সুপার ফরিদ উদ্দিন ও ড. সিরাজ আলীকে  বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতি সিলেট বিভাগের সংবর্ধনা 

পুলিশ সুপার ফরিদ উদ্দিন ও ড. সিরাজ আলীকে  বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতি সিলেট বিভাগের সংবর্ধনা 

বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতি, সিলেট বিভাগের উপদেষ্টা ও সিলেটের পুলিশ সুপার মোঃ ফরিদ উদ্দিন, পিপিএম অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি লাভ করায় এবং বিশিষ্ট সমাজসেবী ড. মোঃ সিরাজ আলী (ইউ.কে. সিটিজেন) সমিতির অনারারী মেম্বারশীপ গ্রহণ করায় গত মঙ্গলবার নগরীর একটি হোটেলে বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতির  উদ্যোগে এক সংবর্ধনা প্রদান করা হয়। 

সমিতির উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের সদস্যদের উপস্থিতিতে সমিতির সভাপতি ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ  প্রফেসর ডাঃ মোঃ আবেদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ মোঃ সাজিদুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন সিলেটের পুলিশ সুপার মোঃ ফরিদ উদ্দিন, পিপিএম। 

অনুষ্ঠানে সিলেটের স্বনামধন্য ব্যক্তিত্ব ড. মোঃ সিরাজ আলী (ইউ.কে. সিটিজেন)কে সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টামন্ডলীর সদস্য সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ শহীদ উল্লাহ তালুকদার, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ, কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ শাহ জাহান মজুমদার, প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা, এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেটের (অবঃ) ডাঃ মোঃ আবু ইউসুফ ভুঁইয়া, এম সাইফুর রহমান কলেজ, কোম্পানীগঞ্জ, সিলেট এর অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম।

সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নিলুফা আক্তার, ড. মোঃ আলমগীর কবির,  বাংলাদেশ ব্যাংক, সিলেটের জি.এম মোঃ হারুনুর রশিদ, এক্সিম ব্যাংকের ভিপি ও আঞ্চলিক প্রধান মোঃ আবু আজাদ মুহিবুল ফিরোজ, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাকিরুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানে কার্যকরী পরিষদের সিনিয়র সহ-সভাপতি জালালাবাদ গ্যাস  সিস্টেম লিমিটেড এর ডিজিএম (অবঃ)  প্রকৌশলী একেএম জসীম উদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি সিলেট সরকারী কলেজ এর অধ্যক্ষ (অবঃ) প্রফেসর কাজী আতাউর রহমান, সহ-সভপতি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর বেপারী, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রফেসর ড.মোঃ মনিরুল ইসলাম, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের  রেজিস্ট্রার মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক লিডিং ইউনির্ভাসিটি ও রাগীব রাবেয়া ফাউন্ডেশেনের হেড অব অডিট এন্ড একাউন্টস্ ও আয়কর আইনজীবী মোহাম্মদ কবির আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মহসিন ভূঁইয়া, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রচার সম্পাদক গাজী মোহাম্মদ জহিরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুল হক মিয়াজী, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আবু তাহের পাটোয়ারী, নির্বার্হী সদস্য বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক  মোঃ বাবুল আক্তার, বিদ্যুৎ বিভাগের উপ-পরিচালক হিসাব শ্যামল কুমার সাহা, একেএম মোজাম্মেল হক (আজাদ), প্রকৌশলী আবুল হাসনাত, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাহবুব রেজা (আশিক), মোঃ নাসির আহমেদ, ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। সিলেট বিভাগের উপদেষ্টা ও পুলিশ সুপার, সিলেট মোঃ ফরিদ উদ্দিন, পিপিএম অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি লাভ করায় তাকে সংবর্ধনা দেওয়ায় তিনি বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং  সব সময় সমিতির পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

সিলেটের স্বনামধন্য ব্যক্তিত্ব ড. মোঃ সিরাজ আলী (ইউ.কে.সটিজেন)-কে সমিতির অনারারী মেম্বারশীপ প্রদান করায় তিনি বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং  সব সময় সমিতির পাশে থাকার আশা ব্যক্ত করেন। সমিতির উপদেষ্টা ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার  নিশারুল আরিফ সিলেটের পুলিশ সুপার মোঃ ফরিদ উদ্দিন, পিপিএম অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি লাভ করায় ও সিলেটের স্বনামধন্য ব্যক্তিত্ব ড.মোঃ সিরাজ আলী (ইউ.কে.সটিজেন) সমিতির অনারারী মেম্বারশীপ গ্রহন করায় তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সভায় সমিতির সম্মানিত আজীবন সদস্য, উপদেষ্টা পরিষদ, কার্যকরী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দকে সমিতির সভাপতি সবাইকে উন্নয়ন ও সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত হয়ে মিলে মিশে কাজ করার আহবান জানান।-বিজ্ঞপ্তি