পুলিশ সুপারের কাছে অভিযোগ জের: মাধবপুরে দু পক্ষের সংঘর্ষে আহত  ১৫ ॥ বাড়ি ঘরে হামলা ভাংচুর 

পুলিশ সুপারের কাছে অভিযোগ জের: মাধবপুরে দু পক্ষের সংঘর্ষে আহত  ১৫ ॥ বাড়ি ঘরে হামলা ভাংচুর 

মাধবপুর সংবাদদাতা : পূর্ব বিরোধের জের ধরে মাধবপুর উপজেলার বরগ গ্রামে  রোববার সকালে দু পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বাড়ি ঘরে হামলা ভাংচুরের ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় শাহাত উদ্দিন (২২), দুলেনা বেগম (২৩), হালিম মিয়া (৩৩), আবু মিয়া (৬০) হারুন মিয়া (১৮) ও তফাজ্জল মিয়া (২৫) কে মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সম্প্রতি থানার ঝাড়ুদার বরগ গ্রামের আজগর আলী ও তার ভাইয়ের বিরুদ্ধে একই গ্রামের ছোয়াব মিয়া গং পুলিশ সুপারের নিকট অভিযোগ করে। এর ফলে আজগর কে থানা থেকে বের করে দেয়া হয়। পরে আজগর গংরা ছোয়াব মিয়ার নানা অপকর্ম তুলে ধরে পুলিশ সুপার  বরাবর পাল্টা লিখিত অভিযোগ করেন। এ ঘটনার জের ধরে বেশ কয়েক দিন ধরে দু পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।  ছোট খাট অপ্রীতিকর ঘটনা ঘটে। গতকাল রোববার সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। থেমে থেমে সংঘর্ষ চলাকালে বেশ কিছু বাড়ি ঘরে হামলা ও ভাংচুর করা হয়। মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া হাসান জানান, খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এখন এলাকা শান্ত আছে। পুলিশ সর্তক রয়েছে।