ফেঞ্চুগঞ্জে দুদকের রচনা  প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ফেঞ্চুগঞ্জে দুদকের রচনা  প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


ফেঞ্চুগঞ্জ(সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সামাজিক  সচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন ও ফেঞ্চুগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ  সভাপতি অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  সৈয়দ নুরুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ নূরুল হুদা, কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহাদুজ্জামান, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা।  সভার শুরুতে প–বিত্র কোরআন তেলাওয়াত করেন মাহমুদ উস সামাদ- ফারজানা চৌধুরী গার্লস স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মাওলানা সালাউদ্দিন, গীতা পাঠ করেন কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উত্তম কুমার চৌধুরী। পরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রয়াত সদস্য কবি মুহিদ আহমদ মুক্তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সব শেষে প্রধান অতিথি সৈয়দ নুরুজ্জামান রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন। প্রতিযোগিতায় উপজেলার ৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।