ফেঞ্চুগঞ্জে দেড় হাজার রোগীকে বিনামূল্যে  চিকিৎসাসেবা ও ঔষধ দিলেন ডা. দুলাল

ফেঞ্চুগঞ্জে দেড় হাজার রোগীকে বিনামূল্যে  চিকিৎসাসেবা ও ঔষধ দিলেন ডা. দুলাল

 ফেঞ্চুগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদাতা ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের ১৫৬০ জন রোগীকে ২৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা  বিনামূল্যে চিকিৎসাসেবা ও ৩ লক্ষ টাকার ঔষধ প্রদান করেছেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য,বিএমএ মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল। শনিবার সকালে এ উপলক্ষে উপজেলার মাইজগাঁও ইউনিয়নের ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

তিনি তার বক্তৃতায় বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় চাইতেন বাংলার মানুষ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসায় স্বয়ংসম্পূর্ণ থাকুক। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকা-কে ত্বরান্বিত করতে একজন চিকিৎসক হিসেবে কাজ করে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশের চিকিৎসা খাত যে অনন্য উচ্চতায় গিয়ে পৌঁছেছে, বঙ্গবন্ধু আজ বেঁচে থাকলে তা দেখলে নিশ্চয়ই খুশি হতেন।” 
ডা. দুলাল বলেন, “জাতির জনকের শাহাদাৎ বরণের মাস আগস্ট উপলক্ষে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় আমি ৩টি ফ্রি মেডিকেল ক্যাম্প করার যে উদ্যোগ নিয়েছিলাম, ফেঞ্চুগঞ্জে শেষ কর্মসূচির মধ্য দিয়ে আমার শোকের মাসের উদ্যোগটি সু-সম্পন্ন হয়েছে। মেডিকেল ক্যাম্প আয়োজনে দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ আমার চিকিৎসকগণ, গণমাধ্যমকর্মীরা সহযোগিতার হাত প্রসারিত করেছেন। তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা।” 
মাইজগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য জুলহাস আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. মোখলেছুর রহমান, সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েল, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী সাকিব উস সামাদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা নজমুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল হাই নান্না। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, সহ সভাপতি মামুনুর রশীদ, সমাজকর্মী শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম জয়নাল, বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের সদস্য শামীম আহমদ, আওয়ামী লীগ নেতা সানুর আহমদ, যুবলীগ নেতা রাসেল আহমদ চৌধুরী, জুবায়ের আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা দানিয়েল আহমদ, সৈয়দ ত্বাকী প্রমুখ। 

উল্লেখ্য, ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল শোকের মাস আগষ্টে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় পৃথক ৩টি ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্যোগ নেন। ১ম ক্যাম্পটি বালাগঞ্জে, ২য় টি দক্ষিণ সুরমায় ও সর্বশেষ ফেঞ্চুগঞ্জে ফ্রী মেডিকেল ক্যাম্পের মধ্য দিয়ে এ কর্মসূচি সম্পন্ন হয়। কর্মসূচিটি থেকে এ ৩ উপজেলার প্রায় সাড়ে চারহাজার রোগী বিনামূল্যে চিকিৎসা ও সাড়ে ৭ লক্ষ টাকার ঔষধ পেয়ে ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।