ফেঞ্চুগঞ্জকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলা হবে: এম.পি হাবিব

ফেঞ্চুগঞ্জকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলা হবে: এম.পি হাবিব

রয়েল ভিউ ডেস্ক :
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব নির্বাচনের পূর্বে কথা দিয়েছিলেন তিনি নির্বাচিত হলে ফেঞ্চুগঞ্জ কে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবেন।
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ফেঞ্চুগঞ্জে  হাকালুকি হাওর কে কেন্দ্র করে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ইতিমধ্যে কাজ শুরু করেছেন।

গত কয়েকদিন আগে পানি সম্পদ উপমন্ত্রী জনাব এনামুল হক শামিম সিলেট আসলে এম.পি হাবিবুর রহমান হাবিব এ ব্যাপারে পানি সম্পদ উপমন্ত্রীর সহযোগিতা চান।তিনিও এ-ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন এম.পি হাবিব কে।
শুক্রবার সকালে  পানি সম্পদ উপমন্ত্রী এনামূল হক শামিম এর নির্দেশক্রমে জেলা প্রকৌশলী এবং উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের সাথে নিয়ে  হাকালুকি হাওর এর বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

এসময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী,সাধারণ সম্পাদক আব্দুল বাসিত টুটুল, উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, ঘিলাছড়া ইউনিয়ন চেয়ারম্যান লেইছ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা হাজি এনাম, এবিএম কিবরিয়া ময়নুল, সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী গোলাম বারী, ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফায়ত আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রকৌশলী ইকবাল আহমদ।

এই প্রকল্পে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় হবে বলে জানা গেছে। প্রকল্পটির মধ্যে রয়েছে নদীর সৌন্দর্য বৃদ্ধির লক্ষে দৃস্টিনন্দন ওয়াক ওয়ে,হাকালুকি হাওর এলাকায় বোরো ফসল রক্ষার্থে বেড়িবাঁধ নির্মাণ, পর্যটক আকর্ষণে ঢাকার হাতির ঝিল এর মতো নয়নাভিরাম আর্চ ব্রীজ নির্মাণ।
এছাড়াও থাকবে পর্যটকদের বসার জন্য ব্রেঞ্চ,শিশুদের জন্য থাকবে দোলনা, বিভিন্ন খেলার সামগ্রী।