ফোনে ব্লক করেছেন প্রেমিকা, প্রেমিকের আত্মহত্যা

ফোনে ব্লক করেছেন প্রেমিকা, প্রেমিকের আত্মহত্যা

রয়েল ভিউ ডেস্ক:
ফোনে ব্লক করেছেন প্রেমিকা, সেই অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক প্রেমিক। নিজ ঘর থেকে ঐ  প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতের মুর্শিদাবাদের হরিহরপাড়ার রুকুনপুর মামুদপুর এলাকায় এই ঘটনা ঘটে। 

আত্মঘাতী ওই যুবকের নাম রামপ্রসাদ দে (২০)। তার পরিবারের দাবি- প্রেমিকার সঙ্গে ঝগড়ার জেরেই এমন কাণ্ড করেছে সে। মঙ্গলবার দুপুরে খাওয়াদাওয়ার পর রামপ্রসাদ নিজের ঘরে গিয়ে গলায় ফাঁস দেন। বিকেলে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে রামপ্রসাদকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খবরে জানানো হয়, রামপ্রসাদ নওদার আমতলা কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। সহপাঠীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। মনে করা হচ্ছে, মঙ্গলবার দুপুরে ফোনে তাদের মধ্যে কোনো ঝগড়া হয়।

রামপ্রসাদের পরিবার সূত্রে জানা যায়, প্রেমিকা তাকে ফোনে ব্লক করে দেন। এরপর রামপ্রসাদ আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে প্রেমিকাকে গলায় দড়ি দেয়ার ছবিও পাঠিয়েছেন তিনি।