ফররুখ আহমদ বাংলা কবিতায়  নতুন ডিকশন এনেছেন ----কবি মুকুল চৌধুরী

ফররুখ আহমদ বাংলা কবিতায়  নতুন ডিকশন এনেছেন ----কবি মুকুল চৌধুরী

বহু গ্রন্থপ্রণেতা, বিশিষ্ট ফররুখ গবেষক ও ইসলামিক ফাউন্ডেশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কবি মুকুল চৌধুরী বলেছেন, কবি ফররুখ আহমদ বাংলা কবিতায় নতুন ডিকশন এনেছেন। তিনি ছিলেন মানবতাবাদী রোমান্টিক কবি। কবি ফররুখ আহমদের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নিবেদিত কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১১১৪তম সাপ্তাহিক সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদের সাহিত্য আসর কক্ষে কেমুসাসের সাহিত্য ও গবেষণা সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সাহিত্য আসরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট লেখিকা সংঘের সাধারণ সম্পাদক কবি হোসনে আরা কলি ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী। কবি ফররুখ আহমদের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ আমিনুল ইসলাম, বিশিষ্ট সাহিত্য সমালোচক অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব, সাবেক আল ইসলাহ সম্পাদক অধ্যক্ষ কবি নাজমুল আনসারী, ছড়াকার কামরুল আলম ও প্রাবন্ধিক মাজহারুল ইসলাম জয়নাল। আসরে স্বরচিত লেখাপাঠে অংশ নেন ঔপন্যাসিক সিরাজুল হক, কবি ছয়ফুল আলম পারুল, কামাল আহমদ, মকসুদ আহমদ লাল, কবির আশরাফ, তাসনিম যায়েদ, রাশেদ ইকবাল, শাকিল আহমদ, রিদওয়ানুর রহমান রাইহান, জুবায়ের নাবিল, চৌধুরী রাহাত, বিমান বিহারী বিশ^াস, আব্দুল্লাহ আল সায়েম ও লিলু মিয়া। আসরে কবি ফররুখ আহমদের লেখা কবিতা ও গান পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী তাসনিম যায়েদ, আলিফ নূর ও হোসাইন শাহরিয়ার রাজী। নাঈমুল ইসলাম গুলজারের উপস্থাপনায় আসরের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আহমদ কায়েছ খান। সভাপতির বক্তব্যে মাহবুব ফেরদৌস বলেন, পলাশীর করুণ ঘটনা, ব্রিটিশ বিরোধী আজাদী আন্দোলন, মুসলিম খেলাফতের অবসান প্রভৃতিতে কবি ফররুখ দারুণভাবে প্রভাবিত হয়েছিলেন যা তাঁর কবিতার বিষয়বস্তু হয়ে উঠেছিল। তিনি বর্তমান প্রজন্মকে কবি ফররুখের সাহিত্য চর্চার প্রতি উদাত্ত আহবান জানান।- বিজ্ঞপ্তি