ফরেস্ট হিল স্কুলে অধ্যক্ষ  হিসেবে যোগদান করছেন মুরশেদা রহমান চৌধুরী

ফরেস্ট হিল স্কুলে অধ্যক্ষ  হিসেবে যোগদান করছেন মুরশেদা রহমান চৌধুরী

সিলেট নগরীর দরগা মহল্লা, দর্শন দেউড়ী এলাকাধীন ফরেস্ট হিল স্কুলে অধ্যক্ষ হিসেবে যোগদান করছেন মুরশেদা রহমান চৌধুরী। তিনি চট্টগ্রাম বিশ্ববিবিদ্যালয় থেকে রসায়নে বিএসসি সম্মানসহ এমএসসি পাস করেন। 

১৯৯২ সালে তিনি শিক্ষকতা পেশা শুরু করেন। কিছুদিন নগরীর ব্লু-বার্ড স্কুলে শিক্ষকতা করে কুমারপাড়াস্থ কাজী জালাল উদ্দিন হাই স্কুলে যোগ দেন। এখানে তিনি দীর্ঘদিন সহকারী প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।
এছাড়াও বিভিন্ন সময়ে শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার পরীক্ষক, প্রধান পরীক্ষক, মাস্টার ট্রেইনার সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। প্রায় ৩০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে আগামীকাল ১ ডিসেম্বর ফরেস্ট হিল স্কুলে অধ্যক্ষ হিসেবে যোগদান করবেন।   
ব্যক্তিগত জীবনে তিনি তিন কন্যা সন্তানের জননী। মুরশেদা রহমান চৌধুরীর স্বামী একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক। তাঁর বড় মেয়ে ঢাকার প্রথম সারির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দ্বিতীয় মেয়ে ইতালিতে ফুল স্কলারশিপে ¯œাতক, বর্তমানে ফুল স্কলারশিপে যুক্তরাজ্যে ইউনিভার্সিটি অব সাসেক্স এ পোস্ট গ্রাজুয়েশন (মাস্টার্স) করছে। তৃতীয় মেয়ে চুয়েটে আর্কিটেকচার বিভাগে অধ্যয়নরত।-বিজ্ঞপ্তি