ফুরিয়ে আসছে খাবার, আর মাত্র ১০ দিন চলতে পারবে রাশিয়া

ফুরিয়ে আসছে খাবার, আর মাত্র ১০ দিন চলতে পারবে রাশিয়া

রয়েল ভিউ ডেস্ক:
ইউক্রেনের একের পর এক নগর, জনপদ লক্ষ্য করে ছুড়ছে ক্ষেপণাস্ত্র। চলছে বিমান হানা। এর মধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৬ লক্ষ নাগরিক। প্রমাদ গুনছে গোটা বিশ্ব। এর মধ্যেই কিছুটা হলেও ভরসা জোগালেন আমেরিকার এক প্রাক্তন কমান্ডার। বললেন, রাশিয়ার হাতে রসদ ফুরিয়ে আসছে। যা এখন রয়েছে হাতে, তা দিয়ে বড়জোর আর ১০ দিন ইউক্রেনে হামলা চালানো যাবে।

লেফটেনান্ট জেনারেল বেন হজেস জানালেন, ‘‌সর্বোচ্চ সীমা থেকে আর মাত্র ১০ দিন দূরে রাশিয়া। তার পর তাদের হাতে হামলা চালানোর জন্য না থাকবে অস্ত্র, না থাকবে সেনা।’‌ তিনি এও জানালেন, যে এর মধ্যেই রাশিয়ার হাতে অস্ত্রের জোগান ফুরিয়ে এসেছে।

প্রসঙ্গত, দিন দুই আগে একটি রিপোর্ট প্রকাশিত হয়। তাতে বলা হয়, রাশিয়া ইউক্রেনে যুদ্ধ টিকিয়ে রাখার জন্য চীনের সাহায্য চেয়েছে। এই বন্ধু–রাষ্ট্র থেকে অস্ত্র চেয়েছে। চীন যদিও খারিজ করে সেই দাবি। এর পরেই বেন হজেস এই দাবি করলেন। অনেকেই মনে করছেন, হজেসের দাবি ভুল নয়। চীনের থেকে সাহায্য চাওয়ার খবরও ভুল নয়। 

হজেস এও বললেন, ইউক্রেনের ইয়াভোরিভে ন্যাটো দূতের প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালানোর চেষ্টা করছে। সেখান থেকে তারা কিছু অস্ত্র হাতানোর ছক কষছে। যদিও এই নিয়ে আশঙ্কার কিছু দেখছেন না হজেস।