ফলোআপ: মজুমদারীতে দুই বোনের লাশ উদ্ধার 

ফলোআপ: মজুমদারীতে দুই বোনের লাশ উদ্ধার 

স্টাফ রিপোর্টার : নগরীর মজুমদারির কোনাপাড়া ৩১ নম্বর বাসার ছাদ থেকে দুই বোনের লাশ উদ্ধারের ঘটনায় এয়ারপোর্ট থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় নিহত দুই বোনের মা ও দুই ভাইকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)-এর ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী ও বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকির এ তথ্য জানিয়েছেন। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, ময়নাতদন্তের পর মঙ্গলার রাত ১০টার দিকে মজুমদারিতে মৃত দুই বোনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে হযরত মানিকপীর (রহ.) গোরস্তানে তাদের দাফন সম্পন্ন হয়। জানাজাজায় তাদের আত্মীয় স্বজন ছাড়াও এলাকাবাসী অংশ নেন। এ ঘটনায় নিহতদের স্বজন ও পরিচিত মহল এখনো শোকাহত। 
গত মঙ্গলবার ভোরে পুলিশ নগরীর মজুমদারি কোনাপাড়া ৩১ নম্বর বাসার ছাদ থেকে দুই বোনের লাশ উদ্ধার করে। তারা হলেন, মজুমদারি এলাকার মৃত কলিম উল্লার মেয়ে রানী বেগম (৩৮) ও ছোট বোন ফাতেমা বেগম (২৭)। তারা একই পিলারের আলাদা দুটি রডে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিলেন বলে জানায় পুলিশ। 
এদিকে, মজুমদারিতে একসাথে দুই বোন আত্মহত্যার ঘটনা নিয়ে নানা গুঞ্জন চলছে। এলাকাবাসী এই ঘটনার নেপথ্যে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধকে দায়ী করছেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ওই পরিবারে হরহামেশা ঝগড়া বিবাদ লেগেই থাকতো বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন । তবে, প্রকৃত ঘটনা খতিয়ে দেখতে আরো সময়ের প্রয়োজন বলে মনে করছে পুলিশ। 
রানী ও ফাতেমার লাশ উদ্ধারের পর তাদের ভাই শেখ রাজন বলেন, বিয়ের আলাপ সংক্রান্ত বিষয় নিয়ে ‘রাগ ও ক্ষোভ’ থেকে তার বোনেরা হত্যার পথ বেছে নিতে পারেন। রানী ও ফাতেমা ঘরে দরজা লাগিয়ে শুধু ক্রাইম পেট্রোলসহ বিদেশি টিভি চ্যানেলের সিরিয়ালগুলো দেখতেন বলেও জানান রাজন। 
এ প্রসঙ্গে সিটি ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, দুই বোনের এক সাথে আত্মহননের বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনার নেপথ্যে অন্য কোন কারণও থাকতে পারে। তাদের পারিবারিক বিরোধ যাই থাকুক, আত্মহননের নেপথ্যে প্ররোচণাকারীকে চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরী বলে মন্তব্য করেন তিনি। 
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। প্রকৃত ঘটনা উদঘাটনে আরো সময়ের প্রয়োজন বলে মনে করেন তিনি। পুলিশ কাউকে আটক না করলেও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান ওসি।