ফিলিস্তিনে হামলার প্রতিবাদে সিলেট নগরী কাল ছিল  মিছিলে মিছিলে উত্তাল

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে সিলেট নগরী কাল ছিল  মিছিলে মিছিলে উত্তাল

রয়েল ভিউ ডেস্ক : সরকারের নির্দেশনায় ইসরাইলী হামলার প্রতিবাদে ফিলিস্তিনের মুসলমানদের জন্য শুক্রবার সিলেটের মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়ায় পবিত্র মসজিদুল আকসার সুরক্ষা এবং নিহত ফিলিস্তিনিদের শহীদের মর্যাদা ও যুদ্ধাহতদের জন্য উন্নত চিকিৎসার জন্য বিশেষ মোনাজাত করা হয়। এ সময় অনেকেই অশ্রুসিক্ত নয়নে মহান আল্লাহর রহমত কামনা করেন। দোয়া শেষে মসজিদ সমূহ থেকে বিক্ষুব্ধ মুসল্লীরা নগরীতে খন্ড খন্ড মিছিল বের করেন। মিছিলগুলো প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পৃথক সমাবেশে মিলিত হয়। এ সময় সিলেট নগরী মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠে। সমাবেশে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের আহবান জানান।
 শুক্রবার জুমার নামাজ শেষে হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদসহ বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদ ছাড়াও সিলেটের হযরত শাহপরান (রহ.), সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ, সিলেট কোর্ট মসজিদ, কালেক্টরেট মসজিদ, কুদরত উল্লাহ জামে মসজিদ, বন্দরবাজার আবু তোরাব জামে মসজিদ, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, হাওয়াপাড়া জামে মসজিদ, সাদারপাড়া জামে মসজিদ, আম্বরখানা জামে মসজিদ, ভার্থখলা জামে মসজিদ, কাজীটুলা জামে মসজিদসহ নগরীর বিভিন্ন পাড়া মহল্লার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনবৃন্দ হাজার হাজার মুসল্লিদেরকে নিয়ে স্বপ্রণোদিত হয়ে বিশেষ মোনাজাত করেন। আজ শনিবার দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালিত হবে। 
এদিকে,  শুক্রবার বাদ জুমা সিলেট মহানগরীসহ বিভিন্ন স্থানে ফিলিস্তিনের গাজায় সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, শুধুমাত্র শোক প্রকাশের মধ্য দিয়েই সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্ব শেষ হয় না। মুসলিম বিশ্বের সাথে কূটনৈতিক যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধি করে ইসরাইলী আগ্রাসনের মোকাবিলায় কার্যকর পদক্ষেপ ও ভূমিকা গ্রহণ করতে হবে। গাজার মজলুম মুসলমানদেরকে মানবিক সহায়তা প্রদানের ব্যবস্থা করতে হবে। সেই সাথে বক্তারা ইসরাইলী সকল পণ্য রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ করার দাবি জানান এবং মজলুম মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণার জন্য সরকারকে সাধুবাদ জানান। 
ইমাম সমিতি সিলেট : বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার ডাকে নিরীহ নিরস্ত্র স্বাধীনতাকামি ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী ইসরায়েলী বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা নগরীর কোর্ট পয়েন্টে এই বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। এসময় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাসরুর আহমদ। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ফরিদ আহমদ। মহানগর সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুফতি আব্দুর রহমান শাহজাহান, প্রচার সম্পাদক মাওলানা মাছুম আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব। জুমআর নামাজের পর থেকেই সিলেট মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে ইমামদের নেতৃত্বে এবং বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও সামাজিক, রাজনৈতিক জনপ্রতিনিধিদের নেতৃত্বে সিলেটের ধর্মপ্রাণ মুসলমানদের একের পর এক বিশাল বিশাল মিছিল কোর্ট পয়েন্টে জমা হতে থাকে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি সাবেক সংসদ সদস্য মাওলানা এডভোকেট শাহিনুর পাশা চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, জমিয়ত সিলেট  জেলা উত্তরের সভাপতি শায়খুল হাদিস আতাউর রহমান কোম্পানীগঞ্জী, সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নীল, জাতীয় ইমাম সমিতির সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা এহসান উদ্দিন, ইসলামী আন্দোলন নেতা সাবেক মেয়র পদপ্রার্থী মাওলানা এডভোকেট মাহমুদুল হাসান, সিলেট মহানগর জমিয়ত সভাপতি মাওলানা খলিলুর রহমান, ইমাম সমিতি মহানগর সহ সভাপতি মাওলানা শহীদ আহমদ, মাওলানা শাহ আশরাফ আলী মিয়াজানী, মাওলানা এখলাসুর রহমান, মাওলানা আব্দুস সালাম, মাওলানা নুর আহমদ কাসেমী, মাওলানা আহমদ হোসেন, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফসার আজিজ, সিলেট কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা কামাল আহমদ, কুদরতউল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন, শাহ আবু তুরাব মসজিদের ইমাম মাওলানা মুফতি বেলাল আহমদ, বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি রশিদ আহমদ, সিলেট মহানগর খেলাফত মজলিস সভাপতি তাজুল ইসলাম হাসান, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহসানুল হক তাহের, ইমাম সমিতি মহানগর নেতা হাফেজ মাওলানা আব্দুস সামাদ, হাফিজ মাওলানা ছুহাইব আহমদ, মাওলানা আব্দুর রহমান শাহজাহান, মাওলানা আবিদ হাসান, ডক্টর মোতাহের হুসেন, খতিব আহমদ কবির খলিল, মাওলানা জাহাঙ্গীর আলম, হাফেজ মিসবাহ উদ্দিন, মাওলানা শুয়াইবুর রহমান, হাফেজ মাওলানা আব্দুল আহাদ, মুফতি আজমল হোসেন, মাওলানা লিয়াকত হোসাইন, মাওলানা জরিফ উদ্দিন, মাওলানা মুফতি ইলিয়াস, মুফতি কামাল আহমদ, মাওলানা রায়হান আহমদ প্রমুখ। 
খেলাফত মজলিস সিলেট মহানগর : গাজায় ইসরায়েলী হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে শুক্রবার বাদ জুমা বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট সিটি পয়েন্টে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান। সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরী'র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর সহ সভাপতি শাহ আশিকুর রহমান, কে এম আবদুল্লাহ আল মামুন, ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মাওলানা কারী সিরাজুল ইসলাম, মাওলানা রওনক আহমদ, ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, মাওলানা আবু তামিম, সহ সাধারণ সম্পাদক প্রভাষক আহমদ সাইফুর রহমান, মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মঞ্জুরে মাওলা, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম,  অফিস সম্পাদক, মাওলানা কাওছার আহমদ চৌধুরী, পেশাজীবি সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।
হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি : ফিলিস্তিনে বর্বর হামলা ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে  হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল শুক্রবার বাদ জুমা অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে হাসান মার্কেটের সামনে সমাবেশে মিলিত হয়। সমিতির সভাপতি হাজী মোঃ রইছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা রফিকুল হক, মোহাম্মদ আলী আকিক, সহ সভাপতি আক্তার হোসেন সুহেল, সহ সাধারণ সম্পাদক সম্পাদক সাহেদ বকস ও আজিজুল মকসুদ তালহা, সদস্য নুরুল ইসলাম, বরকত মিয়া, ব্যবসায়ী কাজী ফাহিম উদ্দিন রাসেল, জাবেদ আহমদ, সাদ্দাম হোসেন মিলন, শাহিন আহমদ, হারুনুর রশিদ, হোসেন আহমদ, নুর হোসেন ছুটি, ময়না মিয়া, মোঃ আলাউদ্দিন, কামাল খান, লিয়াকত মিয়া, আলাল আহমদ, আব্দুল্লাহ আহমদ খোকন, কাওছার আহমদ, শাহজাহান মিয়া, আরিফ আহমদ, মো. ইমরুল প্রমুখ। 
মধুশহীদ এলাকাবাসী : নগরীর মধুশহীদ এলাকাবাসীর উদ্যোগে ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বাদ জুমা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন মধুশহীদ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন, মো. রুকন জামে মসজিদের  ইমাম মাওলানা উসমান  উদ্দিন আমিনী, মো. রুকন জামে মসজিদের সম্পাদক আলাউদ্দিন বাদশা, যুগ্ম সম্পাদক মো. পিংকু আব্দুর রহমান, লিয়াকত হোসেন, মনজুর আলম, শামিম আহমদ, জাকারিয়া আহমদ, রাজা চৌধুরী, কয়েছ আহমদ, কাওছার ইমরান, হাবিব খান, কয়ছর, ইসমাইল হোসেন প্রমুখ। 
নাজিরবাজার : ফিলিস্তিনে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের গণহত্যার প্রতিবাদে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর নাজিরবাজার এলাকার তাওহিদি জনতার উদ্যোগে শুক্রবার জুমআর নামাজ শেষে স্থানীয় নাজিরবাজারে এ কর্মসূচি পালিত হয়। এতে একাত্মতা পোষণ করে মিছিল সহকারে যোগ দেন স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বিশিষ্ট মুরুব্বি সফর আলীর সভাপতিত্বে ও সাংবাদিক রেজাউল হক ডালিমের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন নাজিরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব এবং দারুল কুরআন মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা এবাদুর রহমান, ইউপি সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী নাজিম উদ্দিন রাহিন এবং দারুল কুরআন মাদরাসার সাবেক শিক্ষক মাওলানা আব্দুস সামাদ। দারুল কুরআন মাদরাসার ছাত্র আবিদুর রহমানের কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় উপস্থিত ছিলেন অগ্রগামী সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি আব্দুল মান্নান রিপন, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান নূর, তরুণ সমাজকর্মী আবুল কালাম রুনু, ছাত্রনেতা হোসেইন আহমদ প্রবেল ও হাফিজ ছালিম আহমদ প্রমুখ।
সিলাম : ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সিলাম এলাকার সর্বস্তরের মুসল্লিদের উদ্যোগে শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সিলাম চকের বাজার শাহী ঈদগাহ ময়দান থেকে অনুষ্ঠিত হয়। মিছিলটি সিলাম চকের বাজার থেকে নিজ সিলাম পয়েন্ট পর্যন্ত গিয়ে শেষ হয়। পরে ফিলিস্তিনের মুসলমানদের আল্লাহর পক্ষ থেকে সাহায্য কামনা করে দোয়ার মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সিলাম শাহ তৈয়ব ছয়লানী র. জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জহিরুল ইসলাম, সিলাম জামেয়া কুরআনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সিলাম পশ্চিম পাড়া বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা নজরুল ইসলাম প্রোগ্রাম পরিচালনা কমিটির পক্ষ থেকে শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. ইয়াসিন আহমদ ফাহিম।কারী আবু তালেব মুর্শেদ ও খুরশিদ আলম মুন্নার যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শফিকুল হক, সিলাম এলাকার বিশিষ্ট মুরব্বি মো: ফজলু মিয়া, আলহাজ্ব সজ্জাদ মিয়া, মো: মিসবাহ উদ্দিন, মো. জামাল উদ্দিন, মো: রুহেল  খন্দকার, হাজী তাজরুল ইসলাম তাজুল, হাজী এম আবু সাঈদ জুবেরী ছাদ, আলী আহমদ, মনিরুল ইসলাম তুরন,  মাহবুব হাসান রিংকু, আজফর আলী, আলতা মিয়া, আলিমুদ্দিন প্রমুখ। 
বিশ্বনাথ : বিশ্বনাথে শুক্রবার বাদ জুমা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস হামলা, গণহত্যা ও আগ্রাসন’র প্রতিবাদে একাধিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকা। পৌর শহরে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিলগুলো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। 
এদিকে, মিছিল শুরুর পূর্বে উপজেলা ও পৌর এলাকার প্রায় প্রতিটি মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মাওলানা কামরুল ইসলাম ছমীরের সভাপতিত্বে ও মাওলানা হাসান বিন ফাহিমের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে-দ্বীন মাওলানা ফখরুদ্দীন আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক কাওছার আহমদ প্রমুখ। 
ছাতক : ফিলিস্তিনি মুসলিমদের উপর ইসরায়েলীদের নির্বিচারে গুলি বর্ষণ ও বর্বর হামলার প্রতিবাদে ছাতকে মুসলিম জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা শহরের বাগবাড়ি জামে মসজিদ, লাল মসজিদ, চাদনীঘাট মসজিদ, চরেরবন্দ মসজিদসহ বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের করা হয়। মিছিল শেষে শহরের পুরাতন বাসষ্ট্যান্ড ও চৌধুরী শপিং কমপ্লেক্সের সামনে পৃথক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। চৌধুরী শপিং কমপ্লেক্সের সামনে অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মাওলানা ফজলুর রহমান, মাওলানা ইমাম উদ্দিন, মাওলানা আকিক হোসাইন, মাওলানা জহির উদ্দিন, মাওলানা নুরুল হক, মাওলানা আইন উদ্দিন, মাওলানা আব্দুল লতিফ, হাফিজ সিদ্দিকুর রহমান প্রমুখ। এছাড়া, অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে পুরাতন বাসষ্ট্যান্ড পয়েন্টে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আলী আজগর খান, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আবুল লেইছ ফারুকী, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা ইমাদ উদ্দিন মানিক প্রমুখ। 
বালাগঞ্জ : ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা, গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে বালাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা উপজেলার বোয়ালজুড় বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়।পবিত্র ঈদে মিলাদুন নবী (সা.) বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ক্বারী আখতারুল ইসলাম। কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আব্দুস শহিদের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বোয়ালজুড় শাহ মকসুদ শাহ মনির উদ্দিন রহ. হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী, শিক্ষক মাওলানা আব্দুল লতিফ জামালী, মাওলানা মাহবুবুর রহমান তপাদার, বোয়ালজুড় বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা জুবায়ের আহমদ, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডা. আব্দুল জলিল, কবি জালাল আহমদ খালিছাদার, লেচু মিয়া মেম্বার, আল ইসলাহ নেতা ইকবাল আহমদ, হাফিজ আবুল কালাম, মুজিবুর রহমান, সায়েম ইবনে খায়ের, জহিরুল ইসলাম, মাসুম বিল্লাহ, মারুফ আহমদ, ফরহাদ জায়গীরদার, ছালমান আহমদ, সুমন আহমদ খালিছাদার, জাহেদ আহমদ, জুয়েল আহমদ, জাকের মিয়া, জাহেদ আহমদ, কবির আহমদ, তানভীর আহমদ, জাবের আহমদ প্রমুখ।