ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে হামাস নেতার ‘ঐতিহাসিক সাক্ষাৎ’

ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে হামাস নেতার ‘ঐতিহাসিক সাক্ষাৎ’

রয়েল ভিউ ডেস্ক:
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং হামাস নেই ইসমাইল হানিয়া সাক্ষাৎ করেছেন। পাঁচ বছর পর জনসম্মুখে এটা তাদের প্রথম সাক্ষাৎ।

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, আলজেরিয়ার স্বাধীনতা দিবসে এই দুই নেতা বিরল সাক্ষাতে মিলিত হন।

আলজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে মঙ্গলবার বলা হয়, বৈঠকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং হামাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। খবরে এটাকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করা হয়েছে। পূর্বে এই দুই নেতা ২০১৬ সালের অক্টোবরে  কাতারের রাজধানী দোহায় মুখোমুখি সাক্ষাৎ করেছিলেন।
আব্বাসের নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ ফাতাহ পার্টি  ইসরায়েল দখলকৃত পশ্চিম তীর নিয়ন্ত্রণ করে। ২০০৭ সালের পর নির্বাচন নিয়ে হামাসের সঙ্গে তাদের সম্পর্কচ্ছেদ হয়। ওই বছর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়।