বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার অভিষেক সম্পন্ন

বিএনপি-জামাত জোট দেশের উন্নয়ন সহ্য করতে পারে না: শফিক চৌধুরী

বিএনপি-জামাত জোট দেশের উন্নয়ন সহ্য করতে পারে না: শফিক চৌধুরী

সিলেটে আওয়ামী পরিবার ঐক্যবদ্ধ : জাকির হোসেন

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অভিষেক সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে নগরীর মেন্দিবাগস্থ একটি অভিজাত হোটেলে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অভিষেক অনুষ্ঠানে সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

সংগঠনের সিলেট জেলা সভাপতি মো: সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ শফিকুর রহমান চৌধুরী। এ সময় তিনি বলেন, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রমাণ করেছেন নিজেদের অর্থায়নে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন। এর মাধ্যমে আমরা বিশ্বের দরবারে আরেক ধাপ এগিয়ে যাবো।  

প্রধান অতিথি শফিকুর রহমান চৌধুরী আরো বলেন, বিএনপি-জামায়াতের অব্যাহত ষড়যন্ত্রের মধ্যেও দেশের উন্নয়ন থেমে নেই। এজন্য তারা দেশের উন্নয়ন সহ্য করতে না পেরে বিদেশীদের সাথে দালালী করছে। তাদের হিংসাত্মক সকল কার্যক্রমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক মো: ফেরদৌস খানের পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে। গ্রামকে শহরে পরিণত করে সকল সুযোগ সুবিধা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এজন্য আওয়ামী লীগকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্টিত করতে হবে।   
    
অধ্যাপক জাকির হোসেন আরো বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। বর্তমানে এ সংগঠন দেশের উন্নয়নে কাজ করছে। আগামীতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সংগঠনের নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, সিলেটে আওয়ামী পরিবার অত্যন্ত শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। যেকোন অপশক্তি মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি।

অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম রাজু লস্কর, গোয়াইনঘাট সরকারি  কলেজের অধ্যক্ষ ফজলুল হক, সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি এটিএম বদরুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থা সিলেটের সভাপতি হেলেন আহমদ, দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক  ও অভিষেক উদযাপন কমিটির আহ্বায়ক, সংগঠনের সহ সভাপতি ওয়াহিদুর রহমান ওয়াহিদ। 

সভাপতির বক্তব্যে মো. সামছুল আলম বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নেতৃত্বে কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন। আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে তিনি সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি হাজী মো. মঈনুল ইসলাম, শহিদুর রহমান স্বপন ও শফিউল আলম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ভানু লাল দাস, বিধুভূষণ চক্রবর্তী ও শামিম আল মামুন, কোষাধ্যক্ষ মোজাম্মেল হোসেন মেনন, সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, সহ সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, প্রচার সম্পাদক শাহ জামাল আহমদ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম টিপু সুলতান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রোকসানা পারভীন, সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহিদা বেগম, চারখাই ইউপি চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী, মাফরুজা আক্তার মৌসুমী, মাধুরী গুন, মো. ছয়ফুল আলম আবুল, ছরওয়ার হোসেন ছেদু, মোহন লাল মৃদুল, দেওয়ান ফাহিম, হাবিবুল্লাহ জাবেদ, সোহেল আহমদ, সোহেল আহমদ চৌধুরী, তৈয়বুর রহমান শাহিন, গোলাম কবির শামিম, মো. বাবলু মিয়া, রজত দাস ভুলন, হানিফ মোহাম্মদ প্রমুখ। 

এদিকে, অভিষেক অনুষ্ঠানে বিভিন্ন সাফল্য অর্জন করায় ছরওয়ার হোসেন ছেদু, হোসেন মুরাদ চৌধুরী চেয়ারম্যান, ওয়াহিদুর রহমান ওয়াহিদ ও হেলেন আহমদকে সম্মাননা ক্রেস্ট ও অতিথিবৃন্দকে ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

অভিষেক অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. জাকির আহমদ ও পবিত্র গীতা পাঠ করেন বিধুভূষণ চক্রবর্তী।