বঙ্গবন্ধু নেতৃত্ব না দিলে  বাংলাদেশ স্বাধীন হতো না

বঙ্গবন্ধু নেতৃত্ব না দিলে  বাংলাদেশ স্বাধীন হতো না

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ১০ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সিলেট মহানগরীর পুরানলেনস্থ ৫৩ নং সমবায় ভবনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ফোরামের সভাপতি রুহুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, পাকিস্তানের বন্দীশালা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যাবর্তন করেন। ফলে দেশের স্বাধীনতা বাস্তব পূর্ণাঙ্গ রূপ পায়। বঙ্গবন্ধু, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ একসূত্রে গাথা। দেশের সব আপমোর জনসাধারণ বঙ্গবন্ধুর রক্তের ঋণ কোন দিন শোধ করতে পারবে না। যারা অকৃতজ্ঞ তারাই দেশের স্বাধীনতা বিরোধী চক্র। বঙ্গবন্ধুর সুদীর্ঘ আন্দোলন করে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করে দিয়েছেন। তিনি নেতৃত্ব না দিলে বাংলাদেশ আজও স্বাধীন হতো না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল ক্ষেত্রে আধুনিক উন্নয়নের ছোঁয়া লেগেছে। নেতৃবৃন্দ বলেন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের শপথ হোক প্রকৃত দেশপ্রেমিক হয়ে মানবিক, স্মার্ট এবং আধুনিক উন্নয়ন উপহার দেয়া। 
ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ আক্তার হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামীলীগের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা জাফর চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন ফোরামের অন্যতম উপদেষ্টা এডভোকেট মামুনুর রশীদ, ফোরামের সহ সভাপতি এম এজাজুল হক ইজাজ, যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহরুল ইসলাম মন্ডল, অর্থ সম্পাদক কবি কামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.এ হান্নান শিপন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কলামিস্ট তাজ উদ্দিন, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মঞ্জুর মোহাম্মদ, দপ্তর সম্পাদক শহীদ আহমদ খান সাবের, উপ-দপ্তর সম্পাদক মোঃ সেলিম আহমদ, নবাগত সদস্য মোঃ নুরুল আমীন খান, মাওলানা ইশা তালুকদার ও ফটো সাংবাদিক নাজমুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি