বঙ্গবন্ধুর ডাকে মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন  : এডভোকেট মিসবাহ সিরাজ

বঙ্গবন্ধুর ডাকে মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন  : এডভোকেট মিসবাহ সিরাজ

নূপুর বেতার শ্রোতা ক্লাবের বিজয় উৎসব

বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এদেশের দামাল ছেলেরা। তাদের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ও ৩০ লক্ষ শহীদের রক্তের এবং ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে বাঙালী জাতি অর্জন করেছিলো স্বাধীনতা ও সার্বভৌমত্ব বাংলাদেশ। তাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। 

তিনি গতকাল শুক্রবার বিকেল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নূপুর বেতার শ্রোতা ক্লাব সিলেটের উদ্যোগে বিজয় সাংস্কৃতিক উৎসব, মুক্তিযোদ্ধা বেতার শিল্পী ও গুণী শিল্পীদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নূপুর বেতার শ্রোতা ক্লাব সিলেটের সভাপতি শিল্পী তুহিন আহমেদ। নূপুর বেতার শ্রোতা ক্লাব সিলেটের উপদেষ্টা ড. দিলীপ কুমার দাস চৌধুরী এডভোকেটের সভাপতিত্বে ও প্রিয়াঙ্কা দাসের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এমএ হান্নান, বিশিষ্ট ক্রীড়াবিদ ফারজানা মিসবাহ, বিশিষ্ট সমাজসেবক হাজী হাবিবুর রহমান মজলাই, বিশিষ্ট আইনজীবী এডভোকেট মামুন রশীদ, আমিরুল হোসেন চৌধুরী আমনু। সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বেতার শিল্পী শাহাব উদ্দিন আহমদ, শিল্পী জামাল উদ্দিন হাসান বান্না, শিল্পী বাউল ফকির মাহমুদা, গণসঙ্গীত শিল্পী ফকির মাহবুব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিকুল ইসলাম ফেনু। বিজ্ঞপ্তি