বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে মহানগর আওয়ামী লীগের কর্মসূচী

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে মহানগর আওয়ামী লীগের কর্মসূচী

রয়েল ভিউ ডেস্ক :
আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। বাংলাদেশ আওয়ামী লীগের মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর সাথে সামঞ্জস্য রেখে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে সিলেট মহানগর আওয়ামী লীগ।

কর্মসূচীগুলো হলো:
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সূর্য উদয়ের ক্ষণে দলের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ।

জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে সকাল ১০ টা ৩০ মিনিটে পুষ্পস্তবক অর্পণ।

সকাল ১১ টায় গুলশান সেন্টারে স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিরনী বিতরণ। তাছাড়া মহানগরের বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ।

জাতীয় শোক দিবসে সারাদিনব্যাপী মহানগরের বিভিন্ন ওয়ার্ডে জাতির জনকের ভাষণ প্রচার।

সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে করের পাড়া শ্রী শ্রী অনুকূল ঠাকুর (সৎসঙ্গ বিহার) এর আশ্রমে বিশেষ প্রার্থনা সভা। তাছাড়াও গির্জা ও প্যাগোডায় সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা সভা।

১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস। সিরিজ বোমা হামলার প্রতিবাদে সকাল ১১ টায় চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখে মানববন্ধন।

২১ আগস্ট ন্যাক্কারজনক গ্রেনেড হামলা দিবসের কর্মসূচী ২৩ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সকাল ১১ টায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

উক্ত কর্মসূচীতে স্বাস্থ্য বিধি মেনে মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে অংশ গ্রহণ এবং ২৭ টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিজ নিজ উদ্যোগে নিজেদের ওয়ার্ডে জাতির পিতার শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে কর্মসূচী গ্রহণের জন্য আহবান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।