বন্যা উপদ্রুত এলাকা পরিদর্শনে আজ সিলেট আসছেন প্রধানমন্ত্রী 

বন্যা উপদ্রুত এলাকা পরিদর্শনে আজ সিলেট আসছেন প্রধানমন্ত্রী 

মতবিনিময় করবেন সিলেট সার্কিট হাউসে

স্টাফ রিপোর্টার ॥ বন্যা উপদ্রুত এলাকা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকাল ৮টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে ঢাকা থেকে রওয়ানা দেবেন। হেলিকপ্টার থেকে নেত্রকোনা ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে এসে অবতরণ করবেন। এরপর সিলেট সার্কিট হাউসে জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। 

সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান প্রধানমন্ত্রীর সিলেট সফরের বিষয়টি নিশ্চিত করে বলেন, কোন সফরসূচি না এলেও প্রধানমন্ত্রী নেত্রকোনা ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে আজ সকাল ১০টার দিকে হেলিকপ্টারযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেন। সেখান থেকে তিনি সার্কিট হাউসে গিয়ে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করবেন। মতবিনিময়ের পর হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রীর ঢাকায় ফিরে যাবার কথা। 

একটি সূত্র জানায়, সার্কিট হাউসে মতবিনিময়ে অংশগ্রহণকারীদের কোভিড টেস্ট করে যেতে বলা হয়েছে। আমন্ত্রিত সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে কোভিড টেস্ট করে সভায় অংশগ্রহণ করতে বলা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। 

এদিকে, প্রধানমন্ত্রীর সিলেট সফরকে ঘিরে নানা প্রস্তুতি চলছে। রাস্তা-ঘাট ঠিকঠাক করার পাশাপাশি ওসমানী বিমানবন্দরেও গতকাল সোমবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে। বিশেষ করে ওসমানী বিমানবন্দর থেকে সার্কিট পর্যন্ত সড়কে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উদ্যোগে রাস্তার ভাঙ্গাচোরা অংশ মেরামত করা হয়। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মো: মাহবুব আলী গতকাল  সোমবার ওসমানী বিমানবন্দর পরিদর্শনে আসেন। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, মানুষের দু:খ-দুর্দশা দেখার জন্য প্রধানমন্ত্রী সিলেটে আসছেন। প্রধানমন্ত্রীর হেলিকপ্টার ল্যান্ডিংসহ সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণে সিলেটে এসেছেন বলে জানান প্রতিমন্ত্রী। 

গতকাল  সোমবার দুপুরে সরেজমিনে ওসমানী বিমানবন্দরে দেখা যায়, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ(স্পেশাল সিকিউরিটি ফোর্স-)এর অগ্রবর্তী দলসহ পুলিশ ও আর্মড পুলিশের সদস্যরা সেখানে অবস্থান করছেন। এসএসএফ সদস্যরা পুলিশ সদস্যদের বিভিন্ন ধরনের নির্দেশনা দিচ্ছেন। এছাড়া, ওসমানী বিমানবন্দর সড়কেও নিরাপত্তা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। 

সিলেটে গত ১৪ জুন থেকে দ্বিতীয় দফা বন্যা দেখা দেয়। প্রথমে সিলেট ও সুনামগঞ্জের কয়েকটি উপজেলার মধ্যে বন্যা সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে বন্যা পুরো বিভাগের বিস্তৃত হয়। ভয়াবহ এ বন্যায় সিলেটে বিভাগের প্রায় ৪০ লাখ মানুষ  পানিবন্দি হয়ে পড়েন। সিলেট ও সুনামগঞ্জের বানভাসি মানুষ রয়েছে চরম বিপদে।  এ অবস্থায় সিলেটবাসীর দুঃখ দুর্দশা স্বচক্ষে দেখতে সিলেট আসছেন প্রধানমন্ত্রী।