বন্যার্তদের পাশে সিলেট  মহানগর আওয়ামী লীগ

বন্যার্তদের পাশে সিলেট  মহানগর আওয়ামী লীগ

রয়েল ভিউ ডেস্ক : কয়েকদিনের টানা বর্ষণে সিলেট নগরীর প্রত্যেকটি জায়গায় পানি প্রবেশ করেছে। খুবই ভয়াবহ রূপ ধারণ করেছে নগরীর বন্যা পরিস্থিতি। মানুষ বাসাবাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয়ে গিয়ে উঠেছেন। নগরবাসীর দুর্ভোগ লাঘবে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেনের অনুরোধে মহানগর আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, গত কিছু দিন আগের বন্যার মতই মহানগর আওয়ামী লীগ অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। সবাই তাদের সাধ্যমত বন্যার্তদের শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, ওরস্যালাইন, রান্না করা খিচুড়িসহ অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করছেন।

বৃষ্টিতে ভিজে পানি ভেঙে অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করছেন। তিনি বলেন, তার নিজের বাসার তিন তলায় আশ্রয় কেন্দ্র খুলে দিয়েছেন। যাতে আশেপাশের বন্যাকবলিত মানুষ এখানে আশ্রয় নিতে পারেন। মহানগর আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দের বাসায় বহু মানুষ আশ্রয় নিয়েছেন। মসজিদ, স্কুলসহ অন্যান্য জায়গায়ও আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। নেতৃবৃন্দ তাদেরকে সহযোগিতা করার জন্য মনে প্রাণে চেষ্টা করছেন। দলীয় কাউন্সিলরবৃন্দও অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইতিমধ্যে সিলেট ও সুনামগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনীকে বন্যার্তদের উদ্ধার ও সহযোগিতার জন্য নিযুক্ত করা হয়েছে। তিনি বন্যার সার্বিক বিষয় পর্যবেক্ষণও করছেন। পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন এমপি বন্যার্তদের সহযোগিতার আহবান জানিয়েছেন।