বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাট অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা হবে  --------- হাবিবুর রহমান হাবিব এমপি

বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাট অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা হবে  --------- হাবিবুর রহমান হাবিব এমপি

দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামীণ রাস্তা রক্ষণা-বেক্ষণে অগ্রাধিকার দিয়েছেন। তাই বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ রাস্তা গুলো অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা হবে। সিলেট-৩ আমার নির্বাচনী এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তা গুলো মেরামতের জন্য প্রকল্প তৈরী কাজ চলমান রয়েছে। 

গত মঙ্গলবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের ২৬ লক্ষ টাকা ব্যয়ে ইলাইগঞ্জ-আশুগঞ্জবাজার সড়ক রক্ষণা-বেক্ষণ কাজ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতিকুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, উপজেলা সহকারী প্রকৌশলী রাহুল রায়, উপজেলা আওয়ামীলীগ নেতা আমিরুল ইসলাম ওয়েস। বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক জাহেদ আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সুহেল আহমদ কর্নেল, উপজেলা যুবলীগ নেতা মনসুর আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলী, ইউপি সদস্য মিসবাহ আহমদ টুনু, মনোয়ারা বেগম, টিপু আহমদ, আওয়ামীলীগ নেতা আব্দুল সত্তার লয়লু, রুপা মিয়া, ছাত্রলীগ নেতা শাহজাহান আহমদ, রুমেল আহমদ, নাহিদ আহমদ প্রমুখ।