বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনবার্সনে জরুরী ব্যবস্থা গ্রহণ অপরিহার্য : মুহিব্বুল হক গাছবাড়ি

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনবার্সনে জরুরী ব্যবস্থা গ্রহণ অপরিহার্য : মুহিব্বুল হক গাছবাড়ি

হযরত শাহজালাল (রহঃ) দরগাহ মসজিদ ও দরগাহ মাদরাসার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গত শনিবার গোয়াইঘাটের হাদারপারসহ আশপাশের এলাকায় এই অর্থ সহায়তা প্রদান করা হয়। 

অর্থ সহায়তা প্রদানকালে দরগাহ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী বলেন, অসংখ্য মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। সরকারিভাবে অনেক এলাকায় ত্রাণ সহায়তা প্রদান করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল্য। সরকারি-বেসরকারি উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের কাছে অতি দ্রুত ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে হবে। ত্রাণ সহায়তার কাজে সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। অনতিবিলম্বে সরকারের বিশেষ বরাদ্দ দিয়ে অসহায় বন্যার্তদের পাশে দাঁড়ানোর প্রত্যাশা রেখে দেশের সর্বত্র শান্তি কামনা করছি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দরগাহ মসজিদের দরগাহ মসজিদের তত্ত্বাবধায়ক ও কোষাধ্যক্ষ মুফতি কয়েছ আহমদ, ইঞ্জিনিয়ার আব্দুল মুমিত মাওলানা আব্দুল্লাহ ইমরান ও হাদারপার মাদরাসার মুহতামিম প্রমুখ।- বিজ্ঞপ্তি