বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় মুহিত

বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় মুহিত

রয়েল ভিউ ডেস্ক :
সিলেট নগরীর রায়নগরস্থ পারিবারিক কবরস্থানে বাবা আবু আহমদ আবদুল হাফিজ ও মা সৈয়দা শাহার বানু চৌধুরীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ রোববার, ১ মে বিকেল ৩টার দিকে তাকে সমাহিত করা হয়।

এ সময় পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনের পাশাপাশি প্রশাসন, আওয়ামী লীগের নেতাকর্মী এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ সেখানে উপস্থিত ছিলেন। এর আগে এদিন দুপুর সোয়া ২টায় বর্ষীয়ান এই রাজনীতিকের মরদেহ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নেওয়া হয় এবং সেখানে তার জানাজা সম্পন্ন হয়।

জানাজার আগে আলিয়া মাদ্রাসা মাঠে স্মৃতিচারণমূলক বক্তব্যে এম এ মুহিতের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন অনেকে। পরিবার ও সিলেটবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ ছাড়া পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন এবং সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রশাসননিক কর্মকর্তারা বক্তব্য রাখেন।

এর আগে দুপুর ১২টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষ তার মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। তার গতকাল শনিবার প্রথমে ঢাকার গুলশানের আজাদ মসজিদে সাবেক অর্থমন্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে সরাসরি নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে মুহিতের মরদেহ নিয়ে সিলেটের উদ্দেশে রওনা হয় ফ্রিজিংভ্যান।

গত শুক্রবার, ২৯ এপ্রিল দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।