বিবিসির প্রতিবেদন: চেরনোবিল পারমাণবিক কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বিবিসির প্রতিবেদন: চেরনোবিল পারমাণবিক কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ডেস্ক রিপোর্ট:
ইউক্রেনের রাষ্ট্রীয় পরমাণু কোম্পানি জানিয়েছে, চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। পারমাণবিক জ্বালানি ঠাণ্ডা না হওয়ার ফলে কেন্দ্রটি থেকে তেজস্ক্রিয় পদার্থ ছড়াতে পারে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর পরই এই বিদ্যুৎ কেন্দ্রটির দখল নেয় রাশিয়া। 

রুশ সেনারা ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখানকার শতাধিক কর্মী দুই সপ্তাহের বেশি সময় ধরে আটকা অবস্থায় আছেন।
চেরনোবিলে ১৯৮৬ সালে বিশ্বের অন্যতম পারমাণবিক বিপর্যয় ঘটে। বিদ্যুৎ কেন্দ্রটি এখন আর সচল না থাকলেও ৩৬ বছর আগের সেই দুর্ঘটনার জন্য এখনও দেখাশোনা করতে হয়। এখনও প্রায় ২৪০০ জন কেন্দ্রটিতে কাজ করে। এদের মধ্যে বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, রাঁধুনী, চিকিৎসক ও নিরাপত্তা রক্ষীরা রয়েছেন।

এক টেলিগ্রাম বার্তায় ইউক্রেনের রাষ্ট্রীয় কোম্পানি এনারগোতাম জানিয়েছে, দুই সপ্তাহ আগে রুশ বাহিনীর দখলের পর পারমাণবিক কেন্দ্রটিতে উচ্চরোধের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ফলে সেখান থেকে তেজস্ক্রিয় পদার্থ নিঃসরণ হতে পারে।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো বিবিসিকে বলেন, আমাদের স্টেশন পর্যবেক্ষণের কোনো সুযোগ নেই। সুতরাং সেখান থেকে তেজস্ক্রিয় পদার্থ ছড়াচ্ছে কিনা আমরা সেটা জানতে পারছি না। 

সূত্র: বিবিসি