বিবিসিসিআই এর সঙ্গে এসসিসিআই  প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিবিসিসিআই এর সঙ্গে এসসিসিআই  প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) সঙ্গে সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) প্রতিনিধিদলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিবিসিসিআই এর বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বিবিসিসিআই এর সভাপতি সাইদুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রবাসী বাংলাদেশীদের বিনিয়োগের সুযোগ আরো সহজ ও নিরাপদ করা যায় এ নিয়ে বিশেষভাবে আলোকপাত করা হয়। সেই সাথে দ্বি-পাক্ষিক ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে দুই চেম্বার একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এছাড়াও দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে আগামি ডিসেম্বরে বিবিসিসিআই ও এসসিসিআই এর যৌথ উদ্যোগে বিটুবি মিটিং আয়োজনের প্রস্তাব পেশ করা হয়।
সভায় বক্তব্য রাখেন এসসিসিআই এর পরিচালক সরোয়ার হোসেন ছেদু ও সিলেট চেম্বারের সচিব গোলাম আক্তার ফারুক। 
সভায় সচিব গোলাম আক্তার ফারুক জানান, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দাবীর প্রেক্ষিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার-সিলেট-ঢাকা ফ্লাইটে সিলেট-ঢাকা ডমেস্টিক রুটের যাত্রী পরিবহন গত ১০ ফেব্রুয়ারি থেকে চালু হয়েছে। বিমানের ম্যানচেস্টার-সিলেট-ঢাকা ফ্লাইটে সিলেট-ঢাকা রুটের যাত্রী পরিবহন শুরু করায় সিলেটের যাত্রীরা যেমন লাভবান হবেন, তেমনি বিমানের আয়ও বৃদ্ধি পাবে। এছাড়াও তিনি সিলেট থেকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে বিমানযোগে সরাসরি পণ্য রপ্তানির লক্ষ্যে সিলেটে প্যাকিং হাউজ দ্রুত নির্মাণ হবে বলে আশা করেন।
সভায় উপস্থিত ছিলেন বিবিসিসিআই এর চিফ এডভাইজার আহমেদ উস সামাদ চৌধুরী, এডভাইজার সফিকুল ইসলাম, ডেপুটি ডিরেক্টর জেনারেল দেওয়ান মেহেদী, ফিন্যান্স ডিরেক্টর কুটি মিঞা, ডিরেক্টর মইন উদ্দিন খান, ডিরেক্টর মুছলেহ আহমেদ এবং মেম্বার সাইয়েদা চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি