বিভিন্ন স্থানে বিএনপির লিফলেট বিতরণ, পথসভা

বিভিন্ন স্থানে বিএনপির লিফলেট বিতরণ, পথসভা

রয়েল ভিউ ডেস্ক: বিএনপির “সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ” সফল করতে সিলেটের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, পথসভা, প্রচার মিছিল, প্রস্তুতি সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলাদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ রোববার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফলের লক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রচার সভায় বক্তারা বলেন, “জনগণের প্রতি সরকারের কোন দায়বদ্ধতা নেই। কারণ, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা ঘরে ফিরে যাবেনা। নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, “দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশে যোগ দিন।” 

দক্ষিণ সুরমা ঃ নগরীর ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যোগে দক্ষিণ সুরমায় বিএনপির  মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। গত শুক্রবার রাতে দক্ষিণ সুরমার ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার রশীদ চৌধুরীর সভাপতিত্বে এবং ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মতিউল বারী খোরশেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক মো. সোলেমান আহমদ সুমন, ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, সাংগঠনিক সম্পাদক ফাহিম বকস শিপু, ২৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মঈন খান, মফিজুর রহমান জুবেদ, জালাল উদ্দিন আহমদ, উজ্জ¦ল রঞ্জন চন্দ, ইসহাক আহমদ প্রমুখ। এর আগে সন্ধ্যায় ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যোগে স্থানীয় আম্বরখানা গোল্ডেন টাওয়ারে পৃথক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য শামীম মজুমদার, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাদিকুর রহমান সাদিক, মিজান আহমদ প্রমুখ।

কোম্পানীগঞ্জঃ কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে সিলেটে তারুণ্যের সমাবেশ সফল করতে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ পরবর্তী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবরের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফখরুল ইসলাম ফারুক, কোহিনূর আহমেদ, মাহবুব আলম, বখতিয়ার আহমদ ইমরান, আব্দুল মন্নান, আবুল কালাম, হাজী উমর আলী,  বুরহান উদ্দিন খন্দকার ফরহাদ, মো. মনির হোসেইন, সামছুদ্দিন শাহীন, নুরুল মোত্তাকিন বাদশা, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, সাজ্জাদ হোসেন দুলু, গিয়াস উদ্দিন, ইকবাল হোসন প্রমুখ।

জেলা মহিলা দল ঃ নগরীর উপশহর এলাকায় শনিবার লিফলেট বিতরণ করেছেন  সিলেট জেলা মহিলা দল নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মিছবাহ উদ্দিন, তাহসিন শারমিন তামান্না, ফাহিমা আহাদ কুমকুম, রফিকুল ইসলাম রফিক, কাজী সামছুল হক, সুমেল আহমদ চৌধুরী, সুলতানা আহমদ দিনা, মুহিবুর রহমান মুহিব, এনামুল আজিজ মুন্না, মোস্তাক আহমদ, মাহবুব আলম, মোজাম্মেল আলী, সাইফুল ইসলাম নজরুল ইসলাম প্রমুখ।
সদর ও জৈন্তাপুর ঃ সিলেট সদর উপজেলা ও জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পৃথক সভা ও লিফলেট বিতরণ করা হয়। পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। 

সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন ও জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহজাহান এর সভাপতিত্বে এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহমদ ও জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস এর পরিচালনায় পৃথক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক রাসেল খান, ক্রীড়া সম্পাদক শওকত আলম দিদার, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এবিএম জাকারিয়া, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সিনিয়র সহ সভাপতি আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী চেয়ারম্যান, বাহারুল আলম বাহার চেয়ারম্যান, বদরুল ইসলাম চেয়ারম্যান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, যুগ্ম আহবায়ক  আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, জাহাঙ্গীর মিয়া, সদস্য আব্দুল জলিল, ফয়জুর রহমান শাকিল, হাসান হাফিজুর রহমান টিপু,সাইদুল এনাম চৌধুরী লাহিন।