বিমানবন্দরে দ্রুত করোনা পরীক্ষার ব্যবস্থা হচ্ছে

বিমানবন্দরে দ্রুত করোনা পরীক্ষার ব্যবস্থা হচ্ছে

রয়েল ভিউ ডেস্ক:
বিমানবন্দরে করোনার পরীক্ষা দ্রুততম সময়ে করার ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ।
গতকাল মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী ইমরান আহমদ বলেন, বিমানবন্দরে করোনা পরীক্ষার কাজ কারা করবে, সে সিদ্ধান্ত আজই দেওয়া হবে। বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর  পরীক্ষার ব্যবস্থা নেয়ার দাবিতে গতকাল মঙ্গলবার প্রবাসীদের অনশন কর্মসূচি পালনের সময়ে এসব বলেন মন্ত্রী।

সাতটি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে বলে জানান প্রবাসীকল্যাণ মন্ত্রী।
তিনি বলেন, বিমানবন্দরে করোনা পরীক্ষার কাজ এক বা একাধিক প্রতিষ্ঠান পেতে পারে। এটা ঠিক করবে স্বাস্থ্যমন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সেই সিদ্ধান্ত প্রকাশ করবে।
ইমরান আহমদ বলেন, ‘সব দিক বিবেচনা করেই কাজটা আগানো হচ্ছে। এটি করতে গিয়েই বিলম্ব হয়েছে। আরটি-পিসিআর পরীক্ষা করতে দুই থেকে তিন ঘণ্টা লাগে, আর দুই থেকে তিন ঘণ্টা লাগবে ইমিগ্রেশনে। প্রবাসীদের জন্য সবচেয়ে দ্রুত ব্যবস্থা করতে হবে।’
মন্ত্রীর এই ঘোষণার কয়েক ঘণ্টা আগে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে আরটি-পিসিআর পরীক্ষাগার স্থাপনের দাবিতে অনশনে বসেন একদল প্রবাসী। বেলা ১১টার দিকে প্রবাসীকল্যাণ ও  বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিচে অবস্থান নেন শতাধিক প্রবাসী। তারা দাবির পক্ষে বিভিন্ন শ্লোগান দেন।