বোরকা পরা মহিলাকে ঢুকতে বাধা, বাহরাইনে বন্ধ ভারতীয় রেস্তোরাঁ

বোরকা পরা মহিলাকে ঢুকতে বাধা, বাহরাইনে বন্ধ ভারতীয় রেস্তোরাঁ

রয়েল ভিউ ডেস্ক:
বাহরাইনে ’ল্যান্টার্ন’ নামে বিখ্যাত একটি ভারতীয় রেস্তোরাঁ সম্প্রতি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বোরকা পরা একজন মহিলাকে তাদের রেস্তোরাঁয় প্রবেশ করতে বাধা দেয়ার অভিযোগ পাওয়ার পর কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয়।
বোরখা পরে আসায় এক মহিলাকে ঢুকতে না দেওয়ার অভিযোগ ওঠে ভারতীয় রেস্তোরাঁ ল্যান্টার্নের বিরুদ্ধে। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষোভের ঝড় ওঠে। বিষয়টি পৌঁছায় প্রশাসন অবধি। তদন্তের পর প্রশাসনের নির্দেশে ঝাঁপ পড়ে বাহরাইনের ওই ভারতীয় রেস্তোরাঁয়। বরখাস্ত করা হয় ওই রেস্তোরাঁর দায়িত্বে থাকা ভারতীয় ম্যানেজারকেও।

 দেশের আইন লঙ্ঘন করে এমন কোনও নীতি গ্রহণ না করতে নির্দেশ দিয়েছে সমস্ত পর্যটন কেন্দ্রগুলোকে। প্রশাসনের তরফে বলা হয়েছে, ‘মানুষের বিরুদ্ধে বৈষম্যমূলক, বিশেষ করে তাদের জাতীয় পরিচয় নিয়ে বৈষম্যমূলক কর্মকাণ্ড মেনে নেয়া হবে না।’

স্থানীয় মিডিয়া জানিয়েছে, এ ধরণের ঘটনা উপসাগরীয় দেশগুলোতে এই প্রথম। বাহরাইন ট্যুরিজম অ্যান্ড এক্সিবিশন অথরিটি (বিটিইএ) বলেছে, তারা এই ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটি  সোশ্যাল মিডিয়া প্লাটফরমে ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনরা মন্তব্যে তাদের উষ্মা প্রকাশ করে।

রেস্তোরাঁ ম্যানেজমেন্ট সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি পোস্ট করে বলেছে, ‘প্রত্যেককে ল্যান্টার্নে স্বাগত জানাই। বিগত ৩৫ বছরেরও বেশি সময় ধরে বাহরাইনে সুন্দরভাবে সব দেশের নাগরিকদের সেবা করে আসছি। ল্যান্টার্ন এমন একটি জায়গা যেখানে প্রত্যেকে তাদের পরিবারের সাথে উপভোগ করতে পারেন এবং এখানে ঘরোয়া পরিবেশ অনুভব করা যায়। একজন ম্যানেজার একটি ভুল করেছে তাই তাকে বরখাস্ত করা হচ্ছে। কারণ আমরা এই আচরণের প্রতিনিধিত্ব করি না।’ পাশাপাশি বিবৃতিতে আরও বলা হয়, ২৯শে মার্চ সমস্ত বাহরাইনবাসীকে বিনামূল্যে খাবার খেতে আসার আহ্বান জানায় রেস্তোরাঁটি।

সূত্র: গালফ নিউজ ও হিন্দুস্তান টাইমস