বরাক-সুরমা নাট্যোৎসবে মঞ্চস্থ হলো ‘এই অরণ্যে’ ও ‘চাইছি তোমার বন্ধুতা’

বরাক-সুরমা নাট্যোৎসবে মঞ্চস্থ হলো ‘এই অরণ্যে’ ও ‘চাইছি তোমার বন্ধুতা’

কথাকলি সিলেটের চার দশক পূর্তি উপলক্ষে ছয় দিনব্যাপী বরাক-সুরমা নাট্যোৎসব-২০২৩ এর পঞ্চম দিনে মঞ্চস্থ হয়েছে ভারতের আসামের পয়লাপুলের রেস থিয়েটারের নাটক ‘এই অরণ্যে’ ও শিলচরের নাট্যদল আজকের প্রজন্ম থিয়েটারের নাটক ‘চাইছি তোমার বন্ধুতা’।

সোমবার সন্ধ্যা সোয়া ৭টা থেকে রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামের মঞ্চে রেস থিয়েটার ও আজকের প্রজন্ম থিয়েটার পরপর নাটক দুটির মঞ্চায়ন করে। ‘এই অরণ্যে’ নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন ইন্দ্রনীল দে আর তারই রচনায় ‘চাইছি তোমার বন্ধুতা’ নাটকের নির্দেশনা দিয়েছেন সায়ন বিশ্বাস। এদিকে, আজ মঙ্গলবার বরাক-সুরমা নাট্যোৎসবের শেষদিন শিলচরের নাট্যদল গণসুর তাদের ‘নাথবতী অনাথবৎ’ নাটকটি মঞ্চায়িত করবে।

শাঁওলী মিত্রের রচনায় নাটকটির নির্দেশনায় থাকবেন সুব্রত রায়। উল্লেখ্য, ভারতের বরাক নদী অববাহিকা, আসামের শিলচর ও সুরমা নদী অববাহিকা সিলেটের নাট্যদলের অংশগ্রহণে এই উৎসবের সহযোগিতায় রয়েছে ভারতীয় হাইকমিশন, ঢাকা ও সিলেট সিটি কর্পোরেশন।-বিজ্ঞপ্তি