বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেটে  বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেটে  বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০টায় চিত্রাংকন প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন গভর্নিং বডি’র চেয়ারম্যান কর্নেল জি এইচ এম সেলিম হাসান, বিজিবিএম, পিএসসি, জি+, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গভর্নিং বডি’র  কো-চেয়ারম্যান লেঃ কর্নেল খোন্দকার মোঃ আসাদুন্নবী, পিএসসি ও গভর্নিং বডি’র সমন্বয়কারী অফিসার মেজর সাইফুল ইসলাম, পিএসসি। বর্ণাঢ্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকমন্ডলী ও আমন্ত্রিত অভিভাবকগণ। 
অধ্যক্ষ মেজর মো: আইয়ুব খান (অব:) এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলোয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে ৭ম শ্রেণির শিক্ষার্থী মনিষা দেব অন্তি, ৯ম শ্রেণির শিক্ষার্থী রাফসান মেহরাব হাসান ও তাসনিম সিদ্দিকী স্বর্ণা। শিক্ষক-শিক্ষিকাদের মধ্য থেকে বক্তব্য রাখেন সহকারি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস তৃষ্ণা, সহকারি শিক্ষক গোলাম কিবরিয়া এবং প্রভাষক পলাশ কুমার দত্ত।
প্রধান অতিথি ও গভর্নিং বডি’র চেয়ারম্যান কর্নেল জি এইচ এম সেলিম হাসান, বিজিবিএম, পিএসসি, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রত্যেক শিক্ষার্থীকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শে নিজেকে গড়ে তোলার জন্য আহ্বান জানান। তিনি জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারি শিক্ষক গোলাম কিবরিয়া। অনুষ্ঠান উপস্থাপনায় ১০ম শ্রেণির শিক্ষার্থী আফরা মিনান নুর ও ৯ম শ্রেণির রেদওয়ান আহমেদ লাবিব।-বিজ্ঞপ্তি