বর্তমানে দেশের অবস্থা অনেক ভালো আছে, সামনে আরও ভালো হবে : পরিকল্পনামন্ত্রী

বর্তমানে দেশের অবস্থা অনেক ভালো আছে, সামনে আরও ভালো হবে : পরিকল্পনামন্ত্রী

রয়েল ভিউ ডেস্ক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন,শেখ হাসিনার সরকার, জনবান্ধব সরকার। আমরা যারা ক্ষমতায় আছি, লিডার গিরি চিল্লানির জন্য নয়, দেশের জনগণের কাজ করার জন্য। বর্তমানে দেশের অবস্থা অনেক ভালো আছে, সামনে আরও ভালো হবে। তাই আমাদেরকে বেশী বেশী করে কাজ করতে হবে। শুধু সহায়তার অপেক্ষা করলে হবে না-কাজ করে বাঁচত হবে।

তিনি আরও বলেন, যতটুকু সম্ভব আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সহযোগিতা দিচ্ছি, ভবিষ্যতে আরও দেয়া হবে।

শনিবার সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলাস্থ পরিকল্পনামন্ত্রীর হিজল বাড়ির আরফান আলী বৈঠকখানায় নরওয়েজিয়ান মিনিস্ট্রি অফ ফরেন এ্যাফেয়ার্স এর আর্থিক সহযোগিতায় ও উত্তরণ এর বাস্তবায়নে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও,পশ্চিম বীরগাঁও, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ,চিলাউড়া হলদিপুর, ছাতক উপজেলার চরমহল্লাহ, উত্তর খুরমা, দোয়ারা বাজার উপজেলার সুরমা, লক্ষীপুর সহ প্রত্যেক ইউনিয়নের ৫ হাজার পরিবারের মাঝে মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে ৪ হাজার ৫ শত টাকা আশ্রয় পূর্নবাসন সহায়তার মাধ্যমে ১ হাজার পরিবারের মাঝে ৮ হাজার ২ শত ৫০ টাকা ও রাস্তা অবকাঠামো পূর্নবাসন সহায়তার মাধ্যমে ১ হাজার পরিবারের মাঝে ৪ হাজার ৫ শত টাকা করে বন্যায় ক্ষতিগ্রস্তদেরকে আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, সহকারি কমিশনার(ভূমি) সকিনা আক্তার, শান্তিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুর হোসেন, উত্তরণ সংস্থার প্রকল্প সমন্বয়কারী মো: নিজামুল ইসলাম, প্রজেক্ট অফিসার বিলকিস খাতুন ও ফিল্ড ফ্যাসিলেটেটর মহুয়া দেবনাথ, আল আমিন,পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম প্রমুখ।