বালাগঞ্জে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থসহায়তা প্রদান

বালাগঞ্জে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থসহায়তা প্রদান

রয়েল ভিউ ডেস্ক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বালাগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় অর্ধশত পরিবারকে নগদ অর্থসহায়তা প্রদান করেছে গ্রামীণ ব্যাংক।

সোমবার (১৫ আগষ্ট) সকালে গ্রামীণ ব্যাংক বালাগঞ্জ শাখায় এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন গ্রামীণ ব্যাংক সিলেট জোনের জোনাল ম্যানেজার মোহাম্মদ আবুল হোসেন। 

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জোনাল অডিট অফিসার মো. আবু তালেব, মৌলভীবাজার এরিয়া ম্যানেজার মো. আব্দুল্লাহ আল মামুন, প্রোগ্রাম অফিসার সৈয়দ আব্দুল আজিজ, বালাগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন সহ গ্রামীণ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবুল হোসেন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংক গ্রাহকদের চিকিৎসা সহায়তা, গৃহ মেরামত ঋণ ও পুঁজি সহায়ক ঋণ প্রদান করা হবে। গ্রামীণ ব্যাংকের এ ধরণের নৈতিক ও মানবিক উদ্যোগ গ্রহণের ফলে বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মনোবল চাঙ্গা করেছে এবং সাহস জাগিয়েছে। 
এসময় উপস্থিত গ্রাহকগণ ব্যাংকের এ ধরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

পরে, বালাগঞ্জ সদরের কয়েকজন গ্রাহকের বাড়িতে গিয়ে গাছের চারা রোপন করে দেন উপস্থিত অতিথিবৃন্দ।