ব্লগার অনন্ত বিজয় হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী ফয়সল ভারতে গ্রেফতার 

ব্লগার অনন্ত বিজয় হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী ফয়সল ভারতে গ্রেফতার 

রয়েল ভিউ ডেস্ক : ভারতে লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলো না বিজ্ঞান লেখক, গণজাগরণ মঞ্চের সংগঠক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী হাসনাত শেখ (২৫) নামে এক যুবকের। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) তাকে গ্রেফতার করেছে। উত্তর প্রদেশের সাহারানপুরের মান্ডি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আল-কায়েদার সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। গ্রেপ্তার হাসনাতকে গত বুধবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। পরে তাকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

এসটিএফের দাবি, সিলেটে বাংলাদেশি ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার অন্যতম পরিকল্পনাকারী এই হাসনাত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে একাধিক নাশকতামূলক কার্যকলাপ ঘটাতে চেয়েছিলেন।
এসটিএফ জানায়, গত ১ জুলাই গোপন সূত্রে খবর পেয়ে ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোর থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয় ফয়সাল আহমেদ ওরফে সাহেব মজুমদার ওরফে সহিদ মজুমদার নামে এক যুবককে। তিনি ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যার দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি। ব্যাঙ্গালোরে পরিচয় বদলে একটি পোশাক কারখানার কর্মচারী হিসেবে কাজ করছিলেন। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে হাসনাত শেখের খোঁজ পাওয়া যায়। জানা গেছে, হাসনাতের বাড়ি পশ্চিমবঙ্গের মালদা জেলার বাংলাদেশ সীমান্তবর্তী কালিয়াচকের সুজাপুর এলাকায়। কয়েক বছর আগে উত্তরপ্রদেশে পড়াশোনা করতে যান তিনি। সেখানেই জঙ্গি সংগঠন ‘আকিস’-এর নেতারা তার মগজধোলাই করেন। বাংলাদেশে নিয়মিত যাতায়াত ছিল তার।

হাসনাতের গ্রেফতারের খবর পাওয়ার পর তার মা জানান, স্থানীয় মাদ্রাসা থেকে লেখাপড়া করার পর হাসনাত বর্ধমানের একটি মাদ্রাসায় ভর্তি হন। এরপরে যান উত্তর প্রদেশের সাহারানপুরে। তবে তিনি আসলেই কোনো আন্তর্জাতিক উগ্রপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত কিনা তা পরিবারের লোকেরা জানেন না।