সেমিনারে বক্তারা

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে  ৫ হাজার প্রতিবন্ধীর আইসিটি প্রশিক্ষণ লাভ

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে  ৫ হাজার প্রতিবন্ধীর আইসিটি প্রশিক্ষণ লাভ


# চাকুরি পেয়েছেন ৮শ’ ১০ জন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে এ পর্যন্ত ৫ হাজার প্রতিবন্ধী আইসিটি প্রশিক্ষণ লাভ করেছেন। ৮শ’ ১০ জন প্রতিবন্ধীকে চাকুরি পেতে সহায়তা করা হয়েছে। প্রতিবছর এশিয়াসহ পৃথিবীর অন্যান্য অঞ্চলের দেশগুলোর প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য প্রযুক্তি দক্ষতা ভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশের অনেক প্রতিবন্ধী। সর্বশেষ ২০২১ সালে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৫জন বাংলাদেশী প্রতিযোগী বেস্ট এওয়ার্ড অর্জন করেছেন। যা বাংলাদেশকে বিশ্বে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। 

গতকাল বুধবার ‘তথ্য প্রযুক্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা উন্নয়নে আইসিটি বিভাগ’ শীর্ষক সেমিনারে বক্তারা এ তথ্য জানান। 
সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে সেমিনারের আয়োজন করে তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন প্রকল্প বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আইসিটি বিভাগ। সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জাকারিয়া। সেমিনারে তিনি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের উন্নয়নে সরকার যে উন্নয়ন কাজগুলো করছে তার প্রচারণা আরো বৃদ্ধি করা প্রয়োজন। তিনি বলেন, প্রতিবন্ধীরা যে সমাজের জন্য বোঝা নয়, যারা সুযোগ পেয়েছেন, তারা তা’ প্রমাণ করতে সক্ষম হয়েছেন। তাদেরকে আমাদের সুযোগ করে দিতে হবে। তাদেরকে সামনে নিয়ে আসতে হবে। জাকারিয়া আরো বলেন, সরকারি ওয়েবসাইটে ভিজিট করলে দেখা যাবে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য আলাদা একটি বাটন রয়েছে। যাতে তারা সহজে ভিজিট করতে পারেন। এভাবে সকল ক্ষেত্রে তাদের কর্ম পরিবেশ তৈরী করে দিতে হবে। বিশেষ করে বিশ্বে’র বিভিন্ন দেশে প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা দেশের জন্য মর্যাদা বৃদ্ধি করতে পারেন। 

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সিলেটের আঞ্চলিক পরিচালক মোঃ হান্নান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তর, সিলেটের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারসহ সবধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন প্রকল্পের উপ প্রকল্প পরিচালক এনালিস্ট (ফরেনসিক) মো: গোলাম রব্বানী। 

স্বাগত বক্তব্য রাখেন বিসিসি সিলেটের ইন্সট্রাক্টর কমল কুমার বিশ্বাস। বক্তব্য রাখেন তথ্য ও প্রযুক্তি অধিদপ্তর সিলেটের উপ পরিচালক মোঃ বশির উদ্দিন। মুক্ত আলোচনায় অংশ নেন দিপংকর মোহন্ত,  সিদ্ধার্থ শংকর রায়, মোঃ জয়নুল আবেদীন চৌধুরী, জিডিএফ এর ব্যবস্থাপক স্বপন মাহমুদ, পল্লব, দিদারুল আলম, ডলি আক্তার, আতাউর রহমান। উপকারভোগী প্রশিক্ষণার্থী বীথি রানী নাথ, সাব্বির আহমেদ। ইশারা ভাষায় উপস্থাপনা করে সাঈম খান।